বিঃদ্রঃ- রিকশা চালালে চুল পড়ে না।
এখন থেকে প্রায় ১০ বছর আগে থেকে মনে মনে একজন টাক মাথা রিকশাওয়ালা খুঁজছি। কেন জানি মাথায় ঢুকে গিয়েছিল যে এত রিকশাওয়ালা কই টাক মাথার কাউকেতো দেখি না। সেদিন প্রথম পেলাম। খুব অবাক হয়েছি।
কারণ প্রায়শই আমি বন্ধুদের বলে থাকি টাক রিকশাওয়ালা পাওয়া সম্ভব নয়। রিকশাওয়ালাটাকে জিজ্ঞাসা করলাম সে কতিদন ধরে রিকশা চালায় এবং চুল পড়েছে কবে। উততরে সে যা বলল তাতে আবারো প্রমানিত হোলো রিকশা চালালে চুল পড়ে না। কারণ সে রিকশা চালায় প্রায় ৪৫ বছর আগ থেকে কিন্তু মাঝে বছর দশেক লবনের মিলে কাজ করতো এবং সে সময়ই নাকি তার চুল পড়ে গেছে। যাক শুনে কিছুটা আশ্চস্ত হলাম।
পাঠকেদর কাছে তাই একটা ছোটো রিকোয়েস্ট প্লিজ কখনো এমন কোনো রিকশাওয়ালা যদি পান যার রিকশা চালাতে চালাতে টাক পড়েছে প্লিজ জানাবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।