আমাদের কথা খুঁজে নিন

   

আমার রচনা লিখা

আমি মানুষ। আমি মুসলিম। আমি বাংলাদেশী। আমি বাঙালী।

আসসালামু আলাইকুম ।

আজ একজনের একটা লিখা পড়তে ছিলাম । লিখাটা পড়ে মনটা খুব খারাপ হয়েগেলো । কারণটা হলো আমার লিখা কখনো এতো ভাল হয় না । সকুলের টিচাররা রচনা লিখতে দিলে ওনেক সময়ই পুরা লিখা হয় । বেষির ভাগ সময় তো লিখাই হয় না ।

গতো কাল ইংলিশ টিচার একটা রচনা লিখতে বললেন on the topic "how do u think u have changed over the last 5 yrs" topic টা শুনে মনে হলো এবার লিখা যাবে কিছু । কিনতু কোথায় কি ? বাসায় গিয়ে মাগরিবের পরে লিখতে বসলাম । কিনতু ফল একে বারে ০ । হ্যা, একে বারে রস গোললা ! একটা শবদও লিখতে পারিনি । কি করব বুঝতে পারতেছি না ।

ইংলিশ class এর আগে ওবস্য গেপ আছে । যদি লিখা কিছু এসে যায়, তাহলে তো ভাল কথা । কিনতু ওন্য টা হলে কি হবে ????

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।