কখনো চাই নাই দূরে থাকি...তবু দূরগুলো বারে বারে আসে...
টিপিক্যাল আওয়ামিগো মধ্যে একটা প্রবণতা আছে, শেখ মুজিবরে যদি জাতির পিতা হিসাবে কেউ স্বীক্রতি না দেয় তাইলে তারে রাজাকার হিসাবে প্রতিপন্ন করনের একটা চেষ্টা চলে। এই প্রতিক্রিয়া আমি আমার বিশ্ববিদ্যালয় জীবনে ভালো মতোই হৃদয়ঙ্গম করছি, এনামুল হক শামিম (সেই সময়ের কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি) একবার আমারে রাজাকার কইছিলো, 14 ডিসেম্বরে ছাত্র-ছাত্রীগো উপরে হামলাকারীগো বিচারের দাবীতে আরিচা রোডে মানববন্ধন করতে গেলে। এই আচরণে আসলে আওয়ামিপন্থীগো অসার জমিদারতন্ত্রই সামনে আসে।
কিন্তু মজার ব্যাপার ব্লগে আশরাফ রহমান ঠিক সেই আচরণই চালাইতেছেন অন্য ফর্মে। এইটা আমি আগে দেখি নাই। তিনি পাকিস্তানপন্থী না হইলেই ভারতীয় দালাল বানাইতেছেন সবাইরে। তার উদ্দেশ্য খুব সহজ...তর্কে জিতনের একটা সহজ কৌশল আবিষ্কার। ব্যক্তি আক্রমণ কইরা প্রতিপক্ষের মোরালিটিতে হালকা নাড়া দেওয়া। আমার মনে হইলো ব্লগের তাবৎ ইসলামী রাজনীতিপন্থী ব্লগাররাই এই কৌশল আয়ত্বে নেওনের চর্চায় আছেন এখন।
রাহুল গান্ধী কি কইছেন সেইটা দিয়াই চলতেছে আশরাফীয় লেটেস্ট তরীকা...(ত্রিভুজও তার কাছে ফেইল)!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।