আমাদের কথা খুঁজে নিন

   

ল্যাপটপের হার্ডডিস্ক নষ্ট হয়েছে --তথ্য রিকভার করা যাবে কি?

খুঁজি আমি পথের আশেপাশে দৃশ্য অদৃশ্য// আমি যে সেই পথিক!!!!!!

বেশ কয়েকবছর আগেও একবার হয়েছিল । সেবার ভুলে একটা ড্রাইভ ফরমেট করে ফেলেছিলাম। সেখানে বেশ কিছু কবিতা ছিল । হারিয়ে গিয়েছিল জন্মের মতো। ল্যাপটপ থেকে ব্যাক আপ রাখার অভ্যাসটা তাই চর্চা করার চেণ্টা করছিলাম সিডিতে কপি করে করে।

কিন্তু না লাস্ট ৫ টা মাস এত বড় বড় প্রবলেমে ছিলাম যে সে অভ্যাস ত্যাগ করা হয়েছিল। আর খড়গটা মাথার উপর নামবি তো নামবি এ সময়েই। মনটা যে কি ভীষণ বিপ্তি বলে বোঝাতে পারবোনা। গতকাল দুপুরে আামার ল্যপটপ( অফিসের আসলে , আমার ব্যবহারের জন্যে) এর হার্ডডিস্ত মহাশয় সম্ভবত ইন্তেকাল ফরমাইয়াছেন। মানে ক্রাশ করেছে।

গেলো কত কত কবিতা ...উহ। কত কত লেখা, ছোট গল্প , আর ক্যামেরায় বন্দী করা কয়েক হাজার ছবি। ... একজন ইঞ্জিনিয়ার হয়েও কিছু করতে পারছিনা। খূব কষ্ট লাগছে হার্ডডিস্ক ভর্তি আরও কত কত তথ্যের জন্যে। শূনেছি নষ্ট হার্ডডিস্ক থেকেও নাকি তথ্য রিকভার করা যায় ।

যদি কেউ জানেন এই ব্যাপারে বা জানেন কারা রিকভার করে থাকে তবে প্লিজ আমাকে একটু জানাবেন। প্লিজ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।