সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামীনের জন্য যিনি আমাকে সৃষ্টি করেছেন।
আসসালামু আলাইকুম।
এবার পরস্পরের সাথে কথা বলা বা আচার আচরণ (মু’আমালা) সম্পর্কে ইসলাম কি বলে সেটা লিখতে চাই।
আমি খুব ভালো উপস্থাপক নই। তাই যেটা বুঝি অনেক সময় সেটা ভালো করে উপস্থাপন করতে পারি না।
আমার ভুল ত্রুটি গুলো ধরিয়ে দিলে শুধরে নিব এবং কৃতজ্ঞ থাকব। আমি এখানে কয়েকটা হাদিস এর উদৃতি দিচ্ছি।
১। আবু যর (রা) হতে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লালালাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নেক কাজের কোন অংশকে তুচ্ছ জ্ঞান করবে না। এমনকি তোমার ভাই এর সাথে হাসিমুখে সাক্ষাত করাও যদি হয়।
(মুসলিম)
২। হযরত আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত রাসুলুল্লাহ (সা) বলেছেন: যে ব্যক্তি আল্লাহ ও শেষ বিচারের দিনের প্রতি ঈমান রাখে সে যেন
(১) অবশ্যই মেহমানের ইজ্জত করে,
(২) প্রতিবেশীকে কষ্ট না দেয়,
(৩) অবশ্যই ভালো কথা বলে নতুবা চুপ থাকে
(৪) অবশ্যই আত্মীয়ের হক আদায় করে। (বুখারী ও মুসলিম)
৩। হযরত আবু মুসা (রা) বর্ণনা করেন, আমি নিবেদন করলাম, হে আল্লাহর রাসুল! মুসলমানদের মধ্য কে উত্তম? তিনি বলেন; যার হাত ও মুখ থেকে অপর মুসলমান নিরাপদ। (বুখারী ও মুসলিম)
ইসলামের শিক্ষাগুলো বড়ই চমৎকার।
আল্লাহ আমাদেরকে এগুলো পালন করার তৌফিক দিন। (আমীন)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।