যুদ্ধাপরাধীর বিচার ও জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবী করছি
আশা করি সবাই জানেন যে, ২য় বিশ্বযুদ্ধে সংগঠিত গনহত্যা বিষয়ে কোন প্রশ্ন করা বা মনগড়া মতামত দেওয়া একটা অপরাধ এবং জেলে যেতে হয়। এই অপরাধে অনেক দামী ইতিহাস বিদ এখন জেলে। জার্মানীতে জেনডাল নামক একজনের বিচার চলছে স্বঘোষিত ইতিহাসবিদ হিসাবে ইতিহাসবিকৃতির অপরাধে। একটা ভাল লক্ষন দেখছি বাংলাদেশে - মুক্তিযুদ্ধের সোল এজেন্ট আ.লী ক্ষমতায় নেই কিন্তু ইতিহাস বিকৃতির বিরুদ্ধের পদক্ষেপ নিচ্ছে সরকার। এটা একটা সভ্যজাতির জন্য স্বাভাবিক এবং একটা সুস্থ্য প্রজন্ম গড়ে তোলার জন্য জরূরী।
আবার যদি রাজাকার এবং ঢেউটিনের খনির মালিকরা ক্ষমতায় যায় তবে পাঠ্যবই এ ইতিহাস বিকৃত করবে সন্দেহ নেই। সুতরাং ইতিহাস বিকৃতি বন্ধ করা আইন করে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে ঘোষনা করা দরকার। নতুবা আবারো বাংলাদেশের জনগনের কোটি কোটি টাকা অপচয় হবে - সেই বিকৃতি মুছতে - কিন্তু ইতোমধ্যে একদল বাচ্চা রাজাকার তৈরী হয়ে বুড়া রাজাকারদের পক্ষে মিছিল মিটিং করে একটা মেকি জেহাদ করবে - অবশেষে বাংলা ভাইএর জন্যে ব্যবহৃত দড়িতে ঝুলবে। এটা একটা উন্নয়শীল দেশের জন্য বিরাট অপচয়। ইতিহাস বিকৃতি বন্ধের আইন করার এই কাজটা করার জন্য সবাইকে স্বোচ্চার হওয়া দরকার।
এতেই বাংলাদেশের ইতিহাসের একটা স্থির অবস্থা হবে এবং আকন্দ টাইপের বিশ্ববেহায়ার চাকররা ইতিহাস বিকৃতির থেকে বিরত হবে - নয়তো জেলে যাবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।