আমাদের কথা খুঁজে নিন

   

আমি কিছুক্ষণের জন্য অন্য জগতে ছিলাম

কপিরাইট © সংরক্ষিত.. লিখিত অনুমতি ছাড়া প্রকাশ নিষেধ

তুমি যখন আমাকে তোমার ওই অদ্ভুত সুন্দর চোখ তুলে বললে,"কি দরকার ওইখানে যাবার?" আমি তখন এক মুহূর্তের জন্য, এক ঝলক তাকে দেখলাম, শুধুই এক পলক। বিষন্ন, নু্যয়ে পরা মুখটা সামনে বাড়িয়ে দিয়ে সে কী অবাক ভঙ্গিতে বলে চলছে , কিভাবে ফ্লাজেলার লেজ সামনে পেছনে নড়ে, কি তার মেকানিজম। তোমার কপালে চুমু খেতে খেতে আড়চোখে হাতঘড়িতে সময়টা দেখে নিতে হল। না, খুব বেশি দেরী নেই শুরু হওয়ার। আমি ঘর ছারলাম দ্রুত।

মনে হলো, অনন্তকাল আমি এভাবে বসে আছি, অনন্তকাল আমি বসেই থাকবো। আমার সামনে, পেছনে, আমার ডাইনে, আমার বায়ে অপলক সামনে চেয়ে থাকা ভিক্ষুর দল। আমি দূর সামনে তাকাই। মনে হয়, আমি যেন বসে আছি কোনো এক মহাকাশযানে। বসেই আছি।

আমার হাতে অসীমতট সময়। আমি সময়ের বয়সটা সুতোর মত নাটাইয়ে গুটাচ্ছি, গুটাচ্ছি, গুটাচ্ছি। কিন্তু আর শেষ হয়না.....। আমি কি ভুল করে কোনো দু:স্বপ্ন দেখছি? আমি নিজেকে ফিরে পেতে চাইলাম। এই সময়, এই ঘর, এই হঠাৎ জেগে উঠা, আমি আকুল হয়ে চাইলাম যেন মিথ্যে হয়, যদিও আমি জানি , এর কোনোটাই স্বপ্ন নয়।

কেবল আমি, আমার দুইপাশের সৌম্য তরুন ভিক্ষু, আমাদের চোখের উপর সম্মোহন ঘড়ির মত সমানে নাচতে থাকা ফ্লাজেলার লেজ- আমরা সবাই কিছুক্ষণের জন্য অন্য জগতে । হঠাৎ আমার তরঙ্গযন্ত্রে তোমার অশরীরি কম্পন বোধ করি। তুমি কী আমায় ডেকেছিলে ? তোমার মুখ মনে করার চেষ্ঠা করি, পারি না। নিজেকে আমি আবিস্কার করি ফ্লাজেলার লেজের ডগায়, তালে তালে দোল খাচ্ছি, সামনে যাচ্ছি, পিছে ফিরছি, তলিয়ে যাচ্ছি, জেগে উঠছি। আমার পরাজাগতিক রোলার কোস্টার আমাকে নিয়ে তার সাইন কার্ভের পথ বেয়ে এ জগৎ, ও জগৎ পেরিয়ে কোন জগতে নিয়ে যাচ্ছে, খেলছে, আঁক কষছে, আঁক কষছে, আঁক কষছে।

সেমিনার শেষ। আমি ধীর পায়ে আমার ঘনকঘরে ফিরে আসি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.