যাচ্ছিলাম অফিসে,কাওরান বাজার সার্ক ফোয়ারার কাছাকাছি।হঠাৎ বাংলামোটরের দিক থেকে মিছিলের আওয়াজ ভেসে এল।সাথে সাথে দাঙ্গা পুলিশ চতুর্দিক থেকে সেদিকে তেড়ে গেল-পুলিশের তেড়ে যাওয়ার ভাব দেখে পথচারীরা মুহুর্তেই ভয় পেয়ে দুরে সরতে লাগলো।খুব বেশী নয়,স্বল্প সময়ের মধ্যেই দেখা গেল-পুলিশ সব হাসতে হাসতে ফিরে আসছে।পুলিশের সেই হাসির সাথে হাসছে পথচারীরাও কারণ ততক্ষণে মিছিলের শ্লোগান সবার কাছে পরিস্কার হয়ে গেল--জ-য় বাংলা,যারা বলে হরতাল তাদের মাথায় পানি ঢাল.. হরতালের নামে নৈরাজ্য চলবেনা বন্ধ কর..ইত্যাদি,ইত্যাদি। হরতালের বিরুদ্ধে মিছিল দেখে পুলিশ হাঁফ ছেড়ে বাঁচলো।একজন পুলিশ এগিয়ে গিয়ে হুইশেল দিয়ে রিক্সা সরিয়ে মিছিলের জন্য রাস্তা পরিস্কার করে দিল।দারোগা টাইপের একজন গিয়ে নেতা গোছের দু-এক জনের সাথে হাত মিলাল। আমরা পথচারীরা খুব মজা করে অনুভব করলাম ঘটনাটা।.....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।