মানবরূপি দানব তুই করছিস কত পাপ, ফাসির রশি গলায় দিয়ে ডাকবি এবার বাপ। ছদ্মবেশী শয়তান তুই কতই ছিলি তেজী, ফাসির রায়ে বুজতে পারছিস তুই আসলে একটা বেজি। ছলাকলার দালাল তুই করছিস কত অন্যায়, বুঝবি এবার কত জ্বালা ভাসবি অশ্রুর বন্যায়। মেহাচোরের একচোরা তুই ছিলি কত হালে, পাইলে তোকে জুতা পিটাতাম পিছা মারতাম গালে। ধান্ধাবাজের এক সের তুই কত ধান্ধা-ই করলি, অবশেষে নিজের কুপে নিজেই পড়ে মরলি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।