আমাদের কথা খুঁজে নিন

   

স্মল বোদাই বিগ বোদাই

সমসাম্প্রতিক বিভিন্ন বিষয়ে খুটিখাটি

ব্রিটিশ আমলে যখন সারা বিশ্ব ব্রিটিশরা শাষন করে তখন ব্রিটিশ রাজা বাংলাদেশের শাষনভার বুঝিয়ে দেয় তার ছোট ছেলেকে। তাই তার ছোট ছেলে বাংলাদেশ সফরে আসে। আর এসে সে প্রথমে যায় গ্রাম অঞ্চলে, দেখতে কি রকম নীল চাষ হচ্ছে। গিয়ে এক কুষককে বলে হাউ ডু ইউ ডু ব্রাদার ', কৃষক বলে এখন হাডুডু খেলার সময় নেই পড়ে খেরব। রাজার ছেলে আবার বলে হাউ ডু ইউ ডু ব্রাদার।

এবার কৃষক রেগে বলে অই মিয়া কইছি না এহন হাডুডু খেলুমনা। তার পরেও বিরক্ত করতাছেন। মিয়া আপনে একটা বোদাই। কৃষকের রাগ দেখে রাজার ছেলে চলে গেছে। এর পরে রাজার ছেলে চিন্তা করতেছে কৃষকটি যে আমাকে বোদাই বলল সে কি আমার সুনাম করল নাকি র্দুনাম করল।

এখন রাজার ছেলে ভাবছে বোদাই অর্থ কি? সে অনেক চেষ্টা করেও বোদাই অর্থ বের করতে পাড়ল না। তাই পরের দিন অন্য আরেক কৃষকের নিকট গিয়ে জিজ্ঞাসা করল ভাই বোদাই অর্থকি? তখন কৃষক চিন্তা করে দেখল, কোন বাঙ্গালী মনে হয় ওকে মফিজ বানাইছে, অহন যদি আমি সত্যি কথা কইয়্যা দেই তাইলে তো এই শয়তানে দিগা মরব। স্যার আমাগো দেশে যে গোন্য মান্য ব্যাক্তি তাগো আমরা বোদাই কই। রাজার ছেলে খুশি হয়ে বলছে তোমরা অনেক ভাল, আর রাজার ছেলে চিন্তা করল আমি মাত্র একটা দেশের রাজা, আর আমার বাবা অনেক গুলো দেশের রাজা তাই সে আমার থেকে অনেক গোন্যমান্য ব্যাক্তি। আরে আমি কি বোদাই আমার বাবা আমার থেকে অনেক বড় বোদাই।

আই এম স্মল বোদাই মাই ফাদার ইজ বিগ বোদাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।