আমাদের কথা খুঁজে নিন

   

পাঁচশো মাইল হেঁটে যাবো

http://www.myspace.com/423882880/music/songs/31785002

আমি জেগে উঠি, জেগে উঠি তোমার পাশে আমি যেতে চাই, যেতে চাই তোমার সাথে আমি মাতাল হই, মাতাল হই তোমার পাশে যদি দ্্বিধায় থাকি, তোমাকেও করে তুলি দ্্বিধান্বিত! কিন্তু আমি হাঁটতাম পাঁচশো মাইল, তারও অধিক শুধু সহস্র মাইল হেঁটে যাওয়া সেই লোকটির মতো, যেতে যেতে তোমার দরজার কাছে,লুটিয়ে পড়তে। আমি যখন কাজে থাকি, তোমার জন্য কঠোর পরিশ্রমী তাতে যা আসে, তোমার হাতে তুলে দিই। আমি সেই লোক যে তোমার জন্য বাড়ি ফিরে আসি, যদি বুড়ো হই, জানি হবো একদিন! তোমার সাথে সাথে। যখন নিঃসঙ্গ হই, তাও জানি হবো একদিন, তোমায় না পেয়ে; তবু স্বপ্ন দেখে যাবো, তোমায় ভেবে; প্রতিদিন তোমারই সাথে। বিঃদ্রঃ ইউকে টপ সিঙ্গেলস চার্টের শীর্ষে থাকা স্কটিশ ব্যান্ড - দ্য প্রোক্লাইমারস - এর গান। ছবিটি ব্যান্ড সদস্য ক্রেইগ ও চার্লি রিডের।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.