আমাদের কথা খুঁজে নিন

   

ঔষধের মোড়কে ১০টি নয়, ১৪টি স্ট্রিপ হওয়া উচিত

জীবন বুনে স্বপ্ন বানাই মানবজমিনে অনেক চাষ চাই আজ পত্রিকায় দেখলাম একটা ঔষধ কোম্পানী ১৪টি স্ট্রিপ দিয়ে মোড়ক করেছে। পাশাপাশি ঔষধ সেবনের হিসাব সহজ করার জন্য তারা ট্যাবলেটে নাম্বারিংও করেছে। রোগীবান্ধব সম্পূর্ণ নতুন ধরনের এই চিন্তাধারার জন্য তাদের ধন্যবাদ। বেশির ভাগ এন্টি বায়েটিক ঔষধের কোর্স বা মাত্রা হল ১৪টি ট্যাবলেট বা ক্যাপসুল। সকাল এবং রাত্রে ১টি করে ১ সপ্তাহে খাওয়ার নিয়ম।

কিন্তু মোড়কে থাকে ১০টি করে স্ট্রিপ। ফলে আবার চারটি আলাদা কিনতে হয়। বিক্রেতারও ঝামেলা, ক্রেতারও ঝামেলা। অনেক ভেবেছি, কেন ঔষধের মোড়ক ১৪টি করে হয় না। অনেক ফার্মেসি মালিককে জিজ্ঞেসও করেছি।

তারা সাফ জবাব দিয়েছে, নিয়ম নাই। আসলে বেশির ভাগ মানুষ নতুন কিছু ভাবতে অভ্যস্ত না। কিন্তু এন্টি বায়েটিকগুলোর এভাবে ১৪টি স্ট্রিপ হলে রোগীদের খুব সুবিধা হত। পাশাপাশি তারা যেভাবে ট্যাবলেটে নাম্বারিং করেছে হিসাব রাখার জন্য সেটাও চমৎকার। আশা করি, যারা এন্টি বায়োটিক উৎপাদন করে, তারা ১৪টি স্ট্রিপ দিয়ে মোড়ক করার এই সুবিধাটি বিবেচনা করবেন।

নতুন ধরনের চিন্তা না করলে পৃথিবী এগুবে কিভাবে ? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।