আমাদের কথা খুঁজে নিন

   

ইটালীর সৌন্দর্য

টুকিটাকি ভাবনাগুলো
"তুমি পাহাড় ভালবাস না সমুদ্র?" আমি বলি দুটোই। ইচ্ছে ছিল পৃথিবীর অন্যতম সুন্দর জায়গা আমালফী কোস্ট যাবার। হলনা কারন রোম থেকে তা বেশ দুর। হোষ্ট বলল সবসময় টুরিষ্ট স্পটেই সব সৌন্দর্য জমা আছে এমন ভাবা ঠিক নয়। অতএব সপে দিলাম ভবিষ্যত আমার এক্সপিরিয়েনসড হোষ্টের হাতেই।

আমরা ছুটলাম রোম থেকে থেকে উত্তর দিকে উপকুলীয় রাস্তা ধরে মন্তে আর্জেন্টারিওর দিকে। সংকীর্ন পিচ ঢালা পথে গাড়ী আস্তে চলছিল যা শাপে বর হয়ে দেখা দিল। আঁকাবাকা পথ দিয়ে সমুদ্র দর্শন করতে করতে যাওয়া আর সাথে গজল শ্রবন। কেমন মিলছিল না। চটুল কোন গান জমত ভাল কিন্তু রোমে এসে.... ।

আমরা চলে আসলাম মন্তে আজেন্তারিওর দুটি গ্রামের একটি পোর্ট স্টেফানোতে (প্রথম ছবি দ্রষ্টব্য)। এটি আসলে একটি ছোট পোর্ট। এর সৌন্দর্য আসলে আমার ক্যামেরা ঠিক ধরতে পারেনি। লোকাল পিজ্জা খেলাম, অপুর্ব স্বাদ। এরপর পেচানো রাস্তা ধরে পাহাড়ের ওপর যাত্রা।

ক্লিফ এবং সমুদ্র উভয়ের সমাহারে এক স্বর্গীয় সৌন্দর্য পাওয়া গেল। জানলাম আমালফী কোষ্ট এমনই তবে ২৫ মাইল বিস্তৃত। পেচানো রাস্তা পাহাড়ের উপরেই শেষ হয়ে গেল। এরপর ব্যক্তিগত রাস্তা, নিশ্চয়ই বাসিন্দা বড়ই ভাগ্যবান। ফেরার পথে আবার একই দৃশ্যের পুনরাবৃত্তি।

রোমের কাছাকাছি এসে বিশাল জ্যামে পড়লাম। এই দিক থেকে বাংলাদেশের সাথে ইটালীর খুব মিল। মন্তে আর্জেন্টারিওর সৌন্দর্য মনে গেঁথে ছিল তাই স্মৃতি রোমন্থন করতে করতে সময় কেটে গেল।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।