আমাদের কথা খুঁজে নিন

   

রোজী আফসারির মৃত্যুতে...

অতীত খুড়ি, খুঁজে ফিরি স্বজাতির গুলিবিদ্ধ করোটি

ব্যক্তি জীবনটা কখনোই খুব বেশি মুখ্য নয়। সেটা একান্তই নিজস্ব যাপন। মানুষকে সত্যিকারের ব্যাপ্তি দেয় তার কাজ, তার সাফল্য। তাই কলেজ পড়ুয়া মেয়ে রেখে রোজী সামাদ যখন মালেক আফসরির ঘরণী হলেন, রসালো গপ্পোর খোড়াক মিলল অনেকেরই। তাতে কী এসে গেছে 'তিতাস একটি নদীর নাম' 'নীল আকাশের নীচে'সহ অগণতি ছবির রোজীর। পর্দার আদর্শ ভাবি, আদর্শ মা হিসেবে তাকেই তো মেনেছেন সিনেমাপ্রেমীরা এক সময়কালে। তার মৃত্যুতে সশ্রদ্ধ সালাম জানাই তার বিদেহী আত্মাকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।