আমাদের কথা খুঁজে নিন

   

ছন্দ কবিতা///বুঝেও কি আর বুঝিরে...

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

তুই যদি মোর মনের পাতায় রে বন্ধু স্বপ্ন নদী আঁকিস আধো ঘুম আধোরাতে নদী তীরে বসে একা কাঁদিস সীসা ঘেরা অয়োময়ে বদ্ধ হয়েও দুষ্টু ঘোরে তোর কাঁদারই শব্দ আসে তোর প্রেমেরই তোড়ে সকল সুখের পর্দা ছিড়ে নিরব মনে আমারেই তুই ভাবিস মৃত প্রবাল হৃদয় দিয়েও বুঝতে পারি তুই যে ভালবাসিস গলিয়ে সীসা সামনে আরও লোহার দুয়ার ভাঙার পরে তোর প্রেমেরই শুদ্ধ টানে মন ছুটে যায় তোরই তরে স্বপ্ন নদী সাঁতরে তবে মরণ সাগর, শুষ্ক মরু তাও পেরোব জানিস তোর পরশে মাতব বলে স্বপ্ন ছিড়ি কষ্টে মাতি তা যদি তুই মানিস নীল পাহাড়ের চূড়ায় তবে আঁখিতে তোর শীতল ঝর্না ঝরে বুঝেও তবে বুঝি রে আর- বাস্তবতাই জনম বাঁধ যে গড়ে। 2/3/2007 ==================== ছবিঃ আমার তোলা ( ভগ্ন)

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।