আমাদের দেশের নেতারা এবং নেএীরা আর কত টাকা পেলে উনারা আমাদের দেশকে রেহাই দেবে। হুদা, নাসিম, তোফায়েল, নাসির, আব্বাস, নিজামী , এরশাদ , খালেদা ও হাসিনা। বলা বাহূল্য , খালেদার সরকার(বি.এন.পি)= চোর নহে পরিপর্ূন ডাকাত, হাসিনার সরকার(আ.লীগ)= মহা টেরর, যারা মাইক্রোফেনের কাছে আসলেই শুরু করে 1979 থেকে বঙবন্ধুর সপ্ননিয়ে আর শেষ করে .........এরশাদ= পাগল , যার বয়স 78 পা্রয়, এখন উনি রাজনীতি করছেন যেন জেলে না যেতে হয়। জামায়েত= অতীব চালাক, কেউ পুলিশের হাতে ধরা পরলেই ......আমরা উনাকে অনেক আগেই দল থেকে ছাটাই করে দিয়েছি নতুবা করবো । ঐক্যজোট= মুসলিমবাসীদের অভিশপ্ত।
বাংলাদেশের একমাত্র দল যারা কিনা ক্ষমতার জন্য ইসলাম নিয়ে রাজনীতি করেন। কপাল পোড়া .....এখানেই শেষ নয়, নতুন দল নাগরিক শক্তি/মুক্তি : ডাইরেক্ট বা ইনডাইরেক্ট CIA agent . আমরা জেনারেল মোশাররফ এর মত কেউকে ক্ষমতায় দেখতে চাই না। জনারেল মোশাররফ কিন্তু দেশকে করাপশন থেকে মুক্তি দিয়েছে অনেকটাই কিন্তু USA আরেকটি state এ পরিনত হয়েছে । আমার মনে হয় , বিএনপি, জামায়েত এবং লীগ এক হয়ে কাজ করবে বর্তমান সরকারের পতনের জন্য। নাগরিক মুক্তির জন্য।
If you guys just think about that you can't find the gap. It's really owful for us we still haven't got any good and who can devoted to and ready to defend the country. আপনি কি ভাবছেন । আপেক্ষায়......
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।