ঃ আপনি কি কখনো সিলেট গিয়েছেন?
ঃ হঁ্যা, গিয়েছি।
ঃ আচ্ছা তাহলে বলুন তো সিলেটে দেখার মত কি কি আছে?
ঃ অনেক কিছুই আছে। হযরত শাহ্ জালাল ও শাহ্ পরাণ (রঃ) মাজার আছে, জাফলং আছে, জাফলং যাবার পথে সুন্দর সুন্দর ঝরণা আছে -ওগুলো অবশ্য সব ইন্ডিয়ার মধ্যে পড়েছে। আরও আছে মৌলভীবাজারে মাধবকুন্ড জলপ্রপাত, শ্রীমঙ্গলে অপরূপ সব চায়ের বাগান। শ্রীমঙ্গলে 'ময়ূরকন্ঠী' নামে একটি চায়ের দোকান আছে।
সেই দোকানে একটা বিশেষ ধরনের চা পাওয়া যায়, তা হচ্ছে এক কাপে পাঁচ রং বা লেয়ারের চা। আর প্রত্যেকটা লেয়ারের স্বাদও ভিন্ন ভিন্ন। সেই চা খেতে বিদেশীরাও ওখানে আসে।
ঃ বাহ্ বাহ্। আপনি দেখছি অনেককিছুই জানেন।
ঃ জি্ব।
ঃ আচ্ছা সিলেটে একটা ভার্সিটি আছে সেটা জানেন তো?
ঃ ও শাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কথা বলছেন? জানি তো। ওখানে তো বেশিরভাগ সময়ই গ্যাঞ্জাম লেগে থাকে, আর সেশনজটও প্রচুর। ওখানে আবার কি আছে?
ঃ ওখানে অনেক কিছুই আছে। আছেন আমাদের প্রিয় ব্যক্তিত্ব মুহম্মদ জাফর ইকবাল স্যার, যিনি ইচ্ছা করলে আমেরিকায় থেকে যেতে পারতেন, পারতেন ঢাকায় কোন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ঢুকে অনেক টাকা রোজগার করতে।
কিন্তু তা তিনি করেননি শুধূ এই দেশকে ভালবাসার কারণে তিনি প্রতিকূল পরিস্থিতিতেও ওখানে পড়ে আছেন।
ঃ আর?
ঃ আর আছে একটা শহীদ মিনার।
ঃ শহীদ মিনার!
ঃ হঁ্যা, শহীদ মিনার। আমাদের ভাষা আন্দোলনের মহান শহীদদের স্মৃতিস্তম্ভ। আমার দেখা অন্যতম সুন্দর শহীদ মিনার হচ্ছে এটি।
এরপর সিলেট গেলে ওই শহীদ মিনারটি দেখতে ভুলবেন না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।