আমাদের কথা খুঁজে নিন

   

'বাঁধ ভাঙার আওয়াজ' - মুক্তবুদ্ধি ও মননের ক্ষেত্র

সামহোয়্যার ইন সম্পর্কে তথ্য

'বাঁধ ভাঙার আওয়াজের' পরিবর্তন ও পরিবর্ধনের [লিংক=যঃঃঢ়://িি.িংড়সবযিবৎবরহনষড়ম.হবঃ/ংরিপড়সনষড়ম/ঢ়ড়ংঃ/28698799]খবরে[/লিংক] আপনারা যারা স্বাগত জানিয়েছেন তাদের অনেক অভিনন্দন। আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করবএখানে। বাকী গুলো থাকনা সারপ্রাইজ হিসেবে। গত ঘোষনার সাথে যে ছবিটি ছিল সেটি ছিল এই ব্লগের একদম প্রথম দিককার লেআউট যা বেশ কয়েকবার পরিবর্তন হয়েছে। আপনাদের আশ্বস্ত করছি, এবারকার নতুন ডিজাইন/লেআউট আরও আধুনিক ও সুন্দর।

যেসব ফিচারগুলো জনপ্রিয় হয়নি (যেমন সর্বোচ্চ ব্লগার) সেগুলো আপাতত থাকছে না। ড্রাফট কে পোষ্ট হিসেব করার বাগটি নতুন ডিজাইনে ফিক্স হচ্ছে। গ্রুপ ব্লগে ইউজার যোগ করা যাবে বর্তমানে কমেন্ট ব্লকিং সিস্টেমের মত একটি সহজ প্যানেলের মাধ্যমে। অডিও ও ভিডিও ফাইল যোগ করার ব্যাপারটি বিবেচনায় আছে। ব্যাপারটির সাথে ব্যান্ডউইডথ লিমিটেশন ও ক্যাপাসিটি জড়িত।

আমরা আশা করছি বাংলাদেশে ইন্টারনেট সেবা উন্নয়নের সাথে সাথে এসব সমস্যার সমাধান হবে। [লিংক=যঃঃঢ়://িি.িংড়সবযিবৎবরহভড়ৎঁস.হবঃ/]সামহোয়্যার ইন ফোরাম[/লিংক] কিন্তু রয়েছে কিন্তু সবাই সেটা ব্যবহার করছে না। মডারেশনের ব্যাপারে আমাদের ইচ্ছে হচ্ছে যত কম সম্ভব মডারেট করা যায়। এই ব্লগটি এমন একটি মডেল হয়ে উঠছে যেখানে ভিন্ন মতগুলোর সহাবস্থান এবং সুস্থ যুক্তি তর্কের মাধ্যমে পারস্পরিক ভুল বোঝাবুঝি কমানোর একটি ক্ষেত্র তৈরি হচ্ছে। এখানে সমাজের স্পর্শকাতর বিষয়গুলো অত্যন্ত সাহসিকতার সাথে কেউ কেউ তুলে ধরছেন ও এনিয়ে বিতর্ক হওয়ার সুযোগ পাচ্ছে।

অবশ্য কিছু লোকের কাছে এই ব্যাপারটি আরামদায়ক হচ্ছে না ও নিজের মতামত অন্যের উপর চাপিয়ে দেয়ার কালচারটি এখানেও তারা বলবত রেখেছেন। আমরা কিন্তু আশাবাদী যে সুস্থ মতামত আদানপ্রদানের মাধ্যমেই সবাই একটি 'কমন গ্রাউন্ডে' পৌছাতে পারবেন। দরকার পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ব্যক্তিগত আক্রমন পরিহার করা। আবর্জনা শুদ্ধ জলের তোড়ে ভেসে যায়। তবে যে কোন ধরনের অসুস্থ কার্যকলাপের প্রচেষ্টা রুখে দেয়া হবে আমাদের উন্নত মডারেশন সিষ্টেমের মাধ্যমে।

আমরা আশা করব আপনারা এই ব্লগটিকে নিজের ভেবেই একে কলুষিত করবেন না। আগামীতে এখানে অনেক নতুন ব্লগারের পদচারনা হবে। পৃথিবীতে অনেক উদাহরন আছে যে রাষ্ট্রপ্রধান, রাজনীতিবিদ, সাংবাদিক, সেলিব্রিটি, খেলোয়ার ইত্যাদিরা ব্লগিং করছেন মানুষের কাছাকাছি আসার জন্যে। আমরা আশা করব বাংলাদেশে এরুপ সংস্কৃতি গড়ে উঠবে এই ব্লগকে ঘিরে এবং এই ব্লগটি হয়ে উঠবে মুক্তবুদ্ধি ও মননের ক্ষেত্র । এখানে যারা অনেকদিন ধরে আছেন তারা নিশ্চয়ই নতুনদের সানন্দে গ্রহন করবেন ও পথ দেখাবেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।