আমাদের কথা খুঁজে নিন

   

দিদিমার মেয়ে

সাহিত্যের সাইটhttp://www.samowiki.net। বইয়ের সাইট http://www.boierdokan.com

দিদিমার আদুরে মেয়ে, মন দিয়ে শোন, ওই গোমড়ামুখো বাদামচাষীর ছেলের সাথেই শেষ পর্যন্ত তোমার বিয়ে ঠিক হলো। দিদিমা তোমাকে বকতে বলেছে, কেন তুমি একটা মুসলমান ছেলের সাথে রঙঢঙ করে বেড়াও। তোমার ঠাকুর্দা ওদের দিয়ে চটিও পরিষ্কার করাতেন না। শনিবার লগ্ন, বৃহস্পতিবার গায়ে হলুদ, তুমি সোমবারেই এসো। পরীক্ষার কথা বলে আবারও বিয়ে পিছিও না। বড়দা'র মেয়ে তোমাকে দেখতে চাচ্ছে। দিদিমার চশমা কুয়োর মধ্যে পড়ে গেছে, তাই এই চিঠি আমাকেই লিখতে হলো। ইতি তোমার ভাইপো জিতেষ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।