স্বেচ্ছাচার না করা গেলে তারে স্বাধীনতা বলে না। স্বাধীনতা মানেই স্বেচ্ছাচারের অধিকার।
[রং=#808080] মাচু পিচু [/রং]
'দি লস্ট সিটি অফ ইনকা' বইলা পরিচিত পার্বত্য শহর মাচু পিচু ইনকাগো এক অভূতপূর্ব সৃষ্টি। মাচু পিচু (Machu Picchu--পুরানা পাহাড়) আর হুয়ায়না পিচু (Huayna Picchu--নতুন পাহাড়) নামের দুই পাহাড়ের মাঝখানে, সমুদ্র সমতল থিকা 7710 ফুট উঁচুতে এই শহর পত্তন করছিলেন ইনকা শাসক পাচাকুতেক (Pachacutec)। পেরুর কুজকোর 70 কি.মি. উত্তর-পশ্চিমে উরুবামবা (Urubamba) নদীর কাছে 15 শতকের মাঝামাঝি তিনি এই শহর বানাইছিলেন। স্প্যানিশ দিগ্বিজয়ীরা এর সন্ধান পায় নাই। 1532 সালে স্প্যানিয়ার্ডগো পেরু বিজয়ের পর কয়েক শতাব্দির জন্য পেরুর কুজকোর (Cuzco) জঙ্গলে হারাইয়া গেছিল মাচু পিচু। এর কোনো লিখিত ডকুমেন্ট আছিল না, এমনকি ইনকারাও মাচু পিচু শহরের কথা মনে রাখতে পারছিল এমন তথ্য নাই।
আমেরিকার প্রত্নতত্ত্ববিদ হিরাম বিংহ্যাম (Hiram Bingham) 1911 সালে মাচু পিচু পুনরাবিষ্কার করেন। যদিও কুজকোর একজন রিসাচর্ার সিমোন ওয়েইজবার্ড জানাইছেন বিংহ্যামের আগেই 1901 সালে 14 জুলাই তারিখে Enrique Palma, Gabino S
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।