আমাদের কথা খুঁজে নিন

   

ভূপ্রাকৃতিক মোনো লেক, ক্যালিফোর্নিয়া

স্বেচ্ছাচার না করা গেলে তারে স্বাধীনতা বলে না। স্বাধীনতা মানেই স্বেচ্ছাচারের অধিকার।

মোনো লেক, ক্যালিফোর্নিয়া অতি লবণাক্ত তুক্ষার এক হ্রদ মোনো লেক (mono lake) । এর পানিতে প্রচুর ক্ষার আর কমবেশি 280 মিলিয়ন টন লবণ বিগলিত হইয়া আছে। 1941 সালের আগে হ্রদের পানির লবণাক্ততা আছিল 50 গ্রাম পার লিটার, যেইখানে সমুদ্রের পানির গড় লবণাক্ততা হইল গিয়া 31.5 গ্রাম পার লিটার।

1982 সালে হ্রদের পানির স্তর পৌঁছাইছিল সবচেয়ে নিচুতে। সেই সময়ে লবণমাত্রা বাইড়া গেছিল 99 গ্রাম পার লিটারে। 2002 সালে লবণাক্ততার হার কইমা আইসা দাঁড়ায় 78 গ্রাম পার লিটারে। 20 বছরের মধ্যে এই মাত্রারে 69 গ্রাম পার লিটারে নিয়া আসতে চাইতেছেন পরিবেশ নিয়া চিন্তিত লস অ্যানজেলেসবাসীরা। উচ্চ লবণাক্ততার কারণে এই লেকের পানিতে এক আর্টেমিয়া মোনিকা জাতের মনুষ্য-অভক্ষ্য পিচ্চি চিংড়ি (এইটা খালি এইখানেই হয়) ছাড়া অন্য কোনো মাছ বাঁচতে পারে না।

এই চিংড়ি আবার অ্যালকালি মাছির সুষম খাইদ্য। এলাকার 'ইউসেমাইট-মোনো লেক' পরিচয়ে নিবন্ধিত আদিবাসীরা নিজেগো ডাকেন কুটজাডিকা (Kutzadika'a)। অন্য এক গোত্র ইউকুট (Yokut) -এর লোকেরা কুটজাভিকগো কইত 'মোনো' বা মাছি-খোর। কুটজাডিকরা নাকি 'মোনো' শব্দ একদমই পছন্দ করে না। মোনো লেকের স্থানীয় বাসিন্দারা অ্যালকালি (ক্ষার) মাছির লার্ভা চাষ করে।

এই লার্ভার নাম এরা দিছে কুটসাভি (Kutsavi )। মোনো লেকের দুঃখের কারণ লস অ্যানজেলেস। বাড়তে থাকা লস অ্যানজেলেস শহরের পিপাসা মিটাইতে গিয়া 1941 সালে ওয়েনস (Owens) নদীর পানি সরাইতে শুরু করেন শহর কতর্ৃপক্ষ। নদীর মোহনা থিকা মোনো লেক-এর দিকে পানির প্রবাহ কমতে থাকে। এরপরে আবার মোনো লেক-এর দিকে যাইতে থাকা পানি যাতে আপসে শহরে টাইনা নিয়া আসন যায় সেই রকম এক আচানক সিস্টেমও গইড়া তুলছিলেন শহর কর্তৃপক্ষ।

মোনো বেসিনে বসানো হইছিল কার্যকর সব যন্ত্রপাতি। এত পানি সরাইয়া ফেলা হইছিল যে মোনো লেক-এর জলতল অধঃপতিত হইল, ক্ষারযুক্ত বালির স্তম্ভগুলি উন্মুক্ত হইয়া পড়ল আর বাইর হইয়া আসল পানির নিচে চাপা পইড়া থাকা কিম্ভুত সাইজের টুফা (tufa) টাওয়ারগুলি। মধ্যবতর্ী নেগিট আইল্যান্ড বিচ্ছিন্ন উপদ্বীপে পরিণত হইল। ক্যালিফোর্নিয়া গালের (সামুদ্রিক পাখি) বাসা চতুষ্পদ কয়োটের (Coyote) নাগালে চইলা আসায় এলাকাছাড়া হইল পাখিরা। মোনো লেকরে পানিতে মারলেন লস অ্যানজেলেসওয়ালারা।

1976 সালে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির ছাত্র ডেভিড গেইনস (উধারফ এধরহবং) মোনো লেক ইকো সিস্টেম লইয়া তার মাস্টার্স সমাপন করেন। তিনি জনসাধারণকে বোঝাইতে থাকেন মোনো লেকের এই অস্বাভাবিক পানিহ্রাস কী বিপদ নিয়া আসতেছে। গেইনস এরপর 1978 সালে মোনো লেক কমিটি গঠন কইরা অডিউবন সোসাইটির (Audubon Society) লগে যৌথভাবে আদালতে মামলা দায়ের করছিলেন। তাতে কাজ যা হওনের হইছে, তবু, এখনও লেকের ওয়াটার লেভেল আদি অবস্থান থিকা অনেক অনেক নিচে। এখনও জোর বাতাসে অ্যালকালি ধুলা লস অ্যানজেলেসরে বিষাইয়া দিতেছে নিয়মিত।

[link|http://www.monolake.org| 1.

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।