আমাদের কথা খুঁজে নিন

   

নাই শিরোনাম...

সযতনে খেয়ালী!

আজগুবি কিছু জিনিষ আপনাকে না জানালে ভালো লাগে না। এই যেমন ধরুণ আমি এখন যে জায়গাতে দাড়িয়ে আছি সেটা একটা ভুতুরে স্টেশন। বলেনতো ভুতুরে কেন বলছি? কারণ হলো, সন্ধ্যার আগ মুহুর্তে আমি অনেক কষ্ট করে তবে স্টেশনটা খুঁজে পেয়েছি। এর চারদিকে কয়েকবার পাক দিয়েও আমার বুঝার সাধ্য হয়নি এটা একটা স্টেশন। পুরাণো দিনের মডেলের বাড়ি, দুইটা প্লাটফরম কিন্ত এখানে যে ট্রেন থামে এর কোন নিদর্শনই নেই- একদম যেমনটা রূপকথার গল্পে পড়েছেন। চারদিক ঘেরা উঁচু গাছ দিয়ে , দেয়ালে গ্রাফিতি, কাঁচ যে কয়টা আছে বা ছিলো বুঝা যায় তার সবই ভাঙা। কদাচিৎ 20 ফুট উঁচুর হাইওয়ে ধরে শাঁ করে চলে যাচ্ছে কোন একটা গাড়ি। কেমন একটা শিরশির অনুভূতি - আচ্ছা এখানে যে দাড়িয়ে আছি, বলেনতো ট্রেন কি আদৌ আসবে, আমি কি পৌঁছাতে পারবো? বলেন না....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।