বন্ধুদের নিয়ে বাঁচি
নেটে ভাব জমছে বইলা ভাই কথা। জিগাইলাম বই বের হয়েছে তো নামটা বলেন । একটু পইড়া বলি কেমন লিখছেন। আপনি না হয় বেশি পড়েছেন ,আমি কম। তিমুর কইলো হে বই বেঁচতে আহে নাই ব্লগে।
আমি তা কইছি? আগ্রহ জমছে অন্য দিকে ,সে বইয়ের নাম বলে না। তাই কি আর করা। মেজাজ খারাপ কইরা, মাহবুব সুমনের বিয়ের গিফট হিসেবে দেয়ার জন্য রেডি করা ক্রেডিট কার্ড গুলো নিয়ে মেলায় রওনা হলাম। আমার বই কেনা দেখে প্রকাশক দের টাস্কি লেগে গেল । অপরিচিত সব লেখকের বই কিনে ফেললাম।
এর পর বললাম ঘোড়া নিয়ে কোন বই থাকলে সেগুলোও দেন। যা পাইলাম ,সব কিনলাম। কারণ আমার নেট ফ্রেন্ড ঘোড়া রোগে আক্রান্ত। মোট বিল হলো 20 কোটি টাকা! 2শ ট্রাক বই হলো। কৌশিক ভাইকে ফোন দিলাম।
সে বললো ,তাই বলো... তিমুর তো চাপা মারছে। ঘোড়া রোগে আক্রান্ত প্রকাশক সংখ্যা কম বলে বইটা শেষ মেষ বের হয়নি। আমি বললাম,একজন ভক্ততো এরকম করলেও করতে পারে ঠিক না?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।