হুশিয়ারি :- আমার ব্লগে কেউ সাহিত্য খুইজেন না । ইহা একটি মাকাল পরিবেশনা।
সাদিক দেশে এসেছে খবর পেয়েছি। দেখা করার খুব ইচ্ছা ছিল। বৃহষ্পতিবার দুপুরে ফোন পেলাম ওর।
তখন অফিসে এতো ব্যস্ত ছিলাম যে ঠিক মত কথাই বলতে পারলাম না। অফিস শেষে রাতে ফোন দিলাম, ঠিক হলো আগামী শুক্রবার বই মেলাতে দেখা হবে।
শুক্রবার দুপুরে আবার ফোন দিলাম সাদিক কে। প্রোগাম ঠিক আছে। আমি বিকাল 5টার দিকে মেলায় হাজির।
মেলাতে প্রবেশ কারার লাইন দেখে আমার পিলে চমকিয়ে গেলো। লাইনে দাড়ানোর সাহস পেলাম না, ফোন দিলাম সাদিক কে।
- সাদিক ... আপনি কোথায় ?
- টি.এস.সি'র মোরে বাংলা লিংক এর সাইন বোর্ডের নীচে।
- আপনি ?
- আমি মেলার মেইন গেটের সামনের রাস্তায় দাড়িয়ে আছি।
[ সাদিকের ইন্সট্রাকশন অনুযায়ি আমি হাটা শুরু করলাম।
ঐ জায়গায় গিয়ে আবার ফোন। ]
- আমি এসে গেছি কিন্তু আপনি কই ?
- বাংলা লিংক এর সাইন বোর্ডের নীচে দাড়িয়ে ...
আমি এই জায়গা দুই বার ক্রস করেছি অথচ ওকে দেখিনি।
আমরা এতক্ষন পাঁচ গজের ভিতরে দাড়িয়ে ফোনে কথা বলছিলাম !
দেখা হয়ে গেলো খুব প্রিয় একজন ব্লগারের সাথে।
মেলাতে প্রবেশ করার লাইনে দাড়ালাম।
স্মৃতি ঃ সাদিক মোহাম্মদ আলম এর সাথে প্রথম দেখা হওয়ার অনুভুতি।
তারিখ ঃ 02 ফেব্রুয়ারী 2007ইং, শুক্রবার।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।