আমাদের কথা খুঁজে নিন

   

=রঙিন মোড়কে বাঁধা এক ভঙ্গুর

কাব্য-দিনের কথাঃ স্পর্শের আগুনে! অন্যদিগন্ত: www.fazleelahi.com

সাবলীল ছন্দময় গতিময়তায় বন্ধু কোথায় যেন পতন ঘটলো, আ-শৈশব যা সইবার ক্ষমতা আমার সূক্ষ্ম। তারপরও মনের বীণায় জড়িয়ে বাজিয়ে যাই; হৃদয়ের ধুকপুক সুরে গেয়ে যাই জীবনের সংগীত। হায়! শেষ না হতে আমার সুরের ও রজনী, না পোহাতে জানিবার সোবহে সাদিক সে চলে যায় তার মত করে। দিনমান আবারো বরফ হৃদয়ে জুড়তে থাকি ভেঙ্গে যাওয়া, পোড়ামাটির হাড়ি লহু ঢেলে রাঙিয়ে নেই হৃদয়ের রঙ-এ। কিন্তু একদিন টের পাই সে ছিল রঙিন মোড়কে বাঁধা ভঙ্গুর এক। তারপর--- আমি এসেছিলাম একা চলে যাবো একা; মাঝখানে কিছু সাদা-কালো আর রঙিন স্মৃতি নিয়ে পায়চারী কিছুদিন, পরক্ষণে আবার হেঁটে চললাম সম্মুখে একাকী--। ২৫.০২.২০০২ মদীনা মুনওয়ারা, সৌদি আরব। ছবির জন্য !@@!454144 যেখানে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।