আমাদের কথা খুঁজে নিন

   

আইপি এ্যাড্রেস বিষয়ক সহজ পাঠ

বৃষ্টি হচ্ছে সুনিশ্চিত এই মুহুর্তে পৃথিবীর কোথাও না কোথাও

আইপি বা ইন্টারনেট প্রোটোকল নিয়া জানি না প্রায় কিছুই। যারা জানেন তারা কয়েকটা বিষয় যদি একটু পরিস্কার করতেন সংক্ষেপে, এই গরীব সহ বাকি সুপার এক্সপার্টদের (!!) উপকার হইতো। অনেক বিষয়ের পাশাপাশি প্রায়শই চিৎকার চ্যাচামেচি হয় 'আইপি ব্যান্ড কর - আইপি ব্যান্ড কর, অথবা আইপি ট্র্যাক করো, মন্তব্যের পাশে আইপি দেখাও' । আইপির বেসিক ব্যাপারটা বুঝলে এই দাবীগুলার টেকনিক্যাল সম্ভাব্যতাটাও (এবং অসম্ভবতা) তখন বোঝা যাইতো। বেহুদা আইপি সংক্রান্ত দাবী দাওয়ার চাপও কমতো সামহোয়্যারে কৃতপক্ষের।

বইপত্র ঘাটলে বা সার্চ কইরা নামাইয়া নিজে নিজে পড়ন সম্ভব আইপি নিয়া। তবে সেইটার চাইতে এইখানে জানার সুযোগটায় বাকিরাও আশা করি উপকৃত হবেন। প্রথম কথা হইলো: ইন্টারনেটে কানেক্ট হওয়া প্রত্যেকে কম্পিউটারের কি একটাই আইপি এ্যাড্রেস থাকে? এইটা কি প্রতিবার লগইন হওনের সময় পরিবর্তন হয়? আইপি এ্যাড্রেস কখন ইউনিক হয়? দ্্বিতীয়: একটা ইন্টারনেট সার্ভারে কানেক্ট থাকলে সেইটা ব্যবহারকারী সব পিসির আইপির ভিতরে মৌলিক মিল আর অমিল কি থাকে? ভৌগলিক অবস্থান কি সবসময়েই সেই এলাকার নির্দিষ্ট আইপি নিশ্চিত করে? তৃতীয়: একজনের পিসির আইপি ট্র্যাক করে সেইটারে ব্যান্ড করলে ঐ ইন্টারনেট সার্ভিস প্রোইডারে যে বাকি পিসিগুলা কানেক্টেড তারাও কি ব্যান্ড হবে? নিজের আইপি চাইলে কি পরিবর্তন করা যায়? চতুর্থ: ... ওপেন কোয়েশ্চেন। আপনাদের আইপি নিয়া আর কোন প্রশ্ন থাকলে মন্তব্যে করতে পারেন। যারা জানেন আশা করি ব্যাপারগুলা পরিস্কার করবেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।