মন'রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইলো পতিত, আবাদ করলে ফলতো সোনা
আমি বেদনার্ত তোমার মৃত্যুতে
আমার হৃদয় চুরচুর তোমার মৃত্যুতে
আমি স্তব্ধ
আমি বোবা
আমারা হৃৎপিন্ড থেমে গেছে।।
আমি আবিষ্কার করি
আমার হৃৎপিন্ড চলছে
আমি চলছি
আমি বেদনার্ত হতে চাইছি
আমি শোকার্ত হতে চাইছি
আমি আবিষ্কার করি
আমি পুনর্বার তোমার মৃত্যু চাইছি
আমার অভ্যন্তরে।।
আমার প্রকাশভঙ্গীর মৃত্যু
তোমাকে নিশ্চয়ই বিব্রত করে।।
-----এলিজি ফর মিথিলা।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।