আমাদের কথা খুঁজে নিন

   

মৃত্যু এলিজিঃ ঘুমের ভেতর ঘুম, স্বপ্নের মাঝে স্বপ্ন

শিখাইয়া পিরিতি, করিল ডাকাতি, ভুলিয়া রইয়াছে আমায় সখি কি করি কি করি উপায়! মৃত্যু নিয়ে অজস্র চিন্তা অবারিতভাবে আছড়ে পড়ে মানুষের মনের কোণে। হাজার বছরে শত পূর্বপুরুষ চোখ বুজেছেন এরই মাঝে, ক’দিন আমাদের চোখগুলোও মুদে আসবে আর শতবছর পরে আমারদের উত্তরসূরীরাও এই পৃথিবীর আলো বাতাস ত্যাগ করে উধাও হয়ে যাবে অচিনপুরে। মৃত্যুর এই ভাবনাগুলো নিয়ে কত কবি, কত সাহিত্যিক আর কত গায়ক কতভাবে ফুটিয়ে তুলেছেন তাদের অনুভূতিগুলো! চলুন সেগুলো থেকে বাছাই করা সেরা ৩টি গান কথা সহ শুনি। গান নম্বরঃ ০১ পালকী – ২ কথা: মাকসুদ সুর: ফিডব্যাক এমনি করে সবাই যাবে যেতে হবে দেহের মাপের মাটির ঘরে শুতে হবে কেউ যাবেনা তখন সাথে যারাই ছিল দিনেরাতে চোখের আলোর ঝাড়বাতিটা নিভিয়ে দেবে। যে যার কাজে ব্যস্ত হবে দুদিন পরে এই পৃথিবীর শোকের আয়ু দন্ড তরে কি লাভ মিছে সংঘর্ষে সুখ দুঃখের পরিপার্শ্বে একদিন ঠিক পাপ-পূন্যের বিচার হবে, বিচার হবে, বিচার হবে..... ধণীর বাড়ি কাঙাল ভোজের আয়োজনে মুখর হবে লোক দেখানোর প্রয়োজনে পিদিম আলোয় ভরবে কুঠির আশির্বাদে বইবে রূধির ক্রমান্বয়ে বুকের মাঝে স্মৃতি হবে, স্মৃতি হবে, স্মৃতি হবে...... হয়ত কারো পড়বে মনে একলা একা ঢল পহরের আলোয় যেন হঠাৎ দেখা পড়বে মনে চার বেহারায় পালকি তোলে চার কলেমায় ধীর গতিতে নির্জনতে এগিয়ে যাবে, এগিয়ে যাবে, এগিয়ে যাবে.... গান নম্বরঃ ০২ একদিন কান্নার রোল উঠবে আমার বাড়ীতে কথা: নকুল কুমার বিশ্বাস সুর: কুমার বিশ্বজিত একদিন কান্নার রোল উঠবে আমার বাড়িতে আমায় নতুন করে দেখতে সবাই আসবে সারি সারিতে বন্ধু-বান্ধব আসবে যারা নানা প্রশ্ন করবে তারা বন্ধু-বান্ধব আসবে যারা কত প্রশ্ন করবে তারা আমি থাকব শুয়ে বালিশ ছাড়া পারব না ঠোঁট নাড়িতে একদিন কান্নার রোল উঠবে আমার বাড়িতে.... আপন যারা তারা এসে সাজাবেরে নতুন বেশে আমি টিকিট ছাড়া উঠবো শেষে ইঞ্জিন ছাড়া গাড়িতে একদিন কান্নার রোল উঠবে আমার বাড়িতে..... গান নম্বরঃ ০৩ মৃত্যু এলিজি ব্যান্ড: ওয়ারফেজ এই আকাশ মুক্ত মাঠ সাগর জলরাশি এক দিন আসি বলে চলে যাবো সেথায় যেথায় নিঝুম পাইন বন শষ্য মাঠ খেলার পৃথিবী কিছু নেই শুধু ঘুম আর ঘুম যখন সূর্যাস্তের ঝিরি ঝিরি সুবাতাসে নৌকাগুলো ফিরে আসে পাল তুলে তখন আমি জ্বালাবো না সন্ধ্যেপ্রদীপ পড়ে থাকে ছেলেবেলার বাঁশি জলছবি সময় পলকে এই কিছু যা দিয়ে যেতে পারি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.