আমাদের কথা খুঁজে নিন

   

28শে মার্চ 71 white house এ ডঃ কিসিনজারের স্মরণ সভায় স্যামুয়েল এম হসকিনসন

এখানে নীল জল টলমল করে,এখানে নীলের ছায়া পড়ে

মিডিয়া ,বিভিন্ন রিপোর্ট ও ঢাকাস্থ মার্কিন দুতাবাস কর্মকর্তার পাঠানো খবরের ভিত্তিতে ডঃ কিসিনজারের স্মরণ সভায় স্যামুয়েল এম হ সকিনসন এর ভাষ্যে পাকিস্থানের এই অবস্থায় তাদের সিদ্ধান্তহীনতা প্রকট হয়ে উঠে এভাবে- "পকিস্থানী সেনাবাহিনী ঢাকায় জনসাধারনের প্রতিরোধ প্রতিহত করেই ক্ষান্ত হচ্ছে না, ভবিষ্যতে যেনো কোনও প্রতিরোধ দানা বাধতে না পারে, নির্মম ভাবে এই প্রতিরোধের মূলোৎপাটন ও করছে তারা ।ঢাকার বাইরের শহর গুলো সম্পর্কে আমাদের ধারনা নেই।এখন প্রশ্ন আমরা কি এখনও এই বিষয়ে নির্লিপ্ত থাকবো না ঢাকাস্থ মার্কিন দুতাবাসের কর্মকর্তার কথা মতো ব্যাক্তিগত ভাবে আমাদের মর্মাহত হবার কথা জানাব।ভারতও এই বিষয়টাকে বেশ সতর্কতার সাথে দেখছে,কারন যেকোন ভুল সিদ্ধান্ত উপমহাদেশে সংঘর্ষ তৈরী করতে পারে।আমদের পূর্ব প্রতিশ্রুত সাহায্য প্রদান কি আমাদেরকে পশ্চিম পাকিস্থানের স হযোগী মনে করবে না বিশ্ব?" তারা পরবর্তি বুধবারে তাদের এজেন্ডায় পাকিস্থান নিয়ে আলোচনার প্রস্তাব করে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।