আমাদের কথা খুঁজে নিন

   

28শে অক্টবর ও মুজাহিদ



প্রিয় ভাইয়েরা, ছবিটি দিকে দেখুনতো সে নিশ্চয়ই আপনার অপিরিচিত। ছেলেটিকে দেখলে কার না ভাল লাগবে, মায়া লাগবে। এই তরুন ছেলেটি কি জানত ভবিষতে তার জন্য এক ভিবিষিকাময় অধ্যায় অপেক্ষা করছে ? এই সুন্দর ছেলেটিকে কেন তারা বসাবাস করতে সুযোগ দিল না? সে তো মেধাবী স্টুডেন্ট ছিল। পড়ত এক প্রাইভেট ইউনিভার্সিটিতে। তার জীবনের ভবিষৎ ছিল এক সুন্দর অফুরন্ত সম্ভবনা।

কিন্তু লগি আর বৈঠা তার থেকে জীবন কেড়ে নিল! গত 28শে অক্টবর তাকে পলটনে জীবন দিতে হলো। কি অপরাধ ছিল তার? সে কি রাজাকার ছিল। অথচ তার জম্ম হয়েছে একাত্ত্বরের দশ বৎসরের পর। সে কি কাউকে খুন করেছে, না সে একজন মেধাবী স্টুডেন্ট ছিল। যদি এই কথা বলি আমার বা আপনার মধ্যে যদি এরকম হতো তাহলে কেমন অনুভব করতে পারতেন, বলুনতো।

আজ তারা বাসায় হাহাকার করছে। ছোট ভাই নি:শ্চুপ, পিতা হতবাক, মা নির্বাক, সমাজ হতভিম্বত। ভাইয়েরা যে কথা বলতে সামলাতে পারছিনা সেটা হলো যারা তাকে লগি এবং বৈঠা দিয়ে হত্যা করছে, তার পরিবার সেই মতেরই পন্থি। একটা ভাবুনত অনুভূতি কেমন হয়? (((28শে অক্টবর বিস্তারি জানতে এখানে ক্লিক করুন http://www.bdwatch.com/))) ঘটনার তিন মাস পর দৈনিক আমার দেশের প্রতিবেদন >

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।