কাব্য-দিনের কথাঃ স্পর্শের আগুনে! অন্যদিগন্ত: www.fazleelahi.com
প্রলয় অখণ্ড স্রোত চলে দুরন্ত সীমাহীন
আস্ছি এলো বলে হারায়- অনন্ত গহীন!
সুদূরের মঞ্জিল পানে দিশেহীন কপোত বলয়
সন্তরে আমরণ; লভিতে শান্তির কিশলয়।
পুঞ্জ কৃষ্ণ কুঞ্জ সাজিয়া হাঁকে গগণ
শৃংখলা খেয়ে উন্মাদ বানে ভাঙ্গে পবন,
পারমানবিক কর্ষণে ভূমি করে আবাদ
শান্তি বিদ্ধ বক্ষ নিংগাড়ী বুনে প্রবাদ।
জল ছল বলে জল পানে নাকো অহর্নিশ
শান্তি পিয়াসী বক্ষে সে ফোটা জ্বালায় বিষ।
চলে- চল্তে হয়, জ্বলে- জ্বল্তে হয়... এভাবেই
ঝড়ের মৃদু কম্পন এলে মৃত্তিকা সনে মিশবেই।
প্রলয় অখণ্ড স্রোত চলে দুরন্ত সীমাহীন
এসেছিল, ইতিহাসে নাম লিখে হারিয়েছে
.................................অনন্ত গহীন!
৩১.১০.২০০০
রয়েল কমিশন, ইয়ানবো, সৌদি আরব।
ছবির জন্য !@@!342019 যেখানে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।