বুধবার রাতে শহরের চাষাঢ়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ‘বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স অ্যান্ড কনসালটেন্ট’র মালিক নাজিমউদ্দিনকে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন নাজিমের বিরুদ্ধে বুধবার বিকালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর পরিকল্পনাবিদ মোহাম্মদ মঈনুল ইসলাম বাদি হয়ে জালিয়াতির অভিযোগে একটি মামলা করেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
মামলায় অভিযোগ করা হয়েছে, ২০১১ সালের ১ এপ্রিল থেকে ২০১২ সালের ১২ ফেব্রুয়ারি পর্যন্ত স্থপতি সায়রা ফারজানার সই জাল করে সিটি করপোরেশন থেকে ২০টি ইমারতের নকশা অনুমোদন করিয়ে নেন নাজিম।
এক পর্যায়ে সিটি করপোরেশনের কর্মকর্তারা সইগুলো জাল ও ভুয়া বলে সন্দেহ করে। এরপর অনুসন্ধান চালিয়ে তার প্রমাণ পেয়ে মামলা করে।
স্থপতি সায়রা ফারজানা সিটি করপোরেশন কর্মকর্তাদের জানিয়েছেন, তিনি নাজিমের প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত নন এবং নারায়ণগঞ্জে তিনি কোনো কাজে যুক্ত নন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।