রাজধানীতে জার্মানির স্থপতি আন্না হেরিনজারের গাড়িতে অবরোধকারীরা হামলার প্রতিবাদ জানিয়েছে জার্মান দূতাবাস। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়। রাষ্ট্রদূত কোনজে এ বিষয়টি জানিয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে একটি চিঠি পাঠিয়েছেন। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়কেও বিষয়টি অবহিত করেন।
৯ ডিসেম্বর অবরোধ চলাকালে হেরিনজার জার্মান ডেভেলপমেন্ট এজেন্সির (গিজ) অর্থায়নে পরিচালিত একটি প্রকল্প পরিদর্শনে যাওয়ার সময় সকাল সাড়ে ৭টার দিকে গাবতলী মার্কেটের কাছে বিএনপির প্রতীক বহনকারী একটি গ্রুপের হামলার শিকার হন।
তারা জার্মান সরকারের অর্থায়নে কেনা গাড়িটির কাচ ভেঙে ফেলে এবং তাতে আগুন ধরিয়ে দেয়। হেরিনজার আতঙ্কিত হয়ে গাড়ি থেকে বের হয়ে আত্মরক্ষা করেন। পরে তারা চালককে টেনে বের করে হামলাকারীরা পিটিয়ে আহত করে। তার চালক এখনো চিকিৎসাধীন রয়েছেন। চালক মাথায় মারাত্মক আঘাত পেয়েছেন।
হামলার শিকার হওয়ার পরই ওই স্থপতি নিজ দেশে ফিরে গেছেন বলে একটি সূত্র জানায়। গতকাল মঙ্গলবার এ ব্যাপারে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বিষয়টি এড়িয়ে যান
সূত্র ঃ দৈনিক মানবকন্ঠ, তারিখ ১২-১২-২০১২ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।