বৃহস্পতিবার দুপুরে জেলা সদরে বিক্ষোভের সময় ক্ষুব্ধ ব্যবসায়ীরা পুলিশের ভূমিকার সমালোচনা করেন এবং শনিবারের মধ্যে ডাকাতদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধারে ব্যর্থ হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
গত ২২ মে রাতে নর্থ সার্কুলার রোডের খোয়াজা গিনি হাউজ থেকে একদল ডাকাত বোমা ফাটিয়ে ৩৫০ ভরি স্বর্ণসহ দেড় লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যায়।
খোয়াজা গিনি হাউসের মালিক রশিদুল ইসলাম চঞ্চল সদর থানায় ডাকাতির অভিযোগে একটি মামলা করেন।
মামলার ৮ দিন পেরিয়ে গেলেও পুলিশ ঘটনার কোন কিনারা করতে পারেনি।
ব্যবসায়ী ঐক্য পরিষদের ডাকা প্রতিবাদ সমাবেশে কয়েক হাজার ব্যবসায়ী তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে জেলা শহরের চৌরাস্তায় বিক্ষোভ-সমাবেশ করে।
ঠাকুরগাঁও চেম্বার অ্যান্ড কমার্সের সাবেক সভাপতি মোদাচ্ছের হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আশরাফুল হক চৌধুরী, সাবেক চেম্বার সভাপতি আব্দুস সালাম হাওলাদার, সহসভাপতি মুরাদ হোসেন, জেলা ব্যবসায়ী কল্যাণ সোসাইটির সভাপতি এ টি এম সামসুজ্জামান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন চৌধুরী বুলু, শরিফুল ইসলাম শরিফ, এস এম শামসুজ্জামান দুলাল, মামুন উর-রশিদ, এস এম রাজু, বোরহানউদ্দিন, হাফিজুর রহমান প্রমুখ।
খোয়াজা গিনি হাউজের মালিক রশিদুল ইসলাম জানান, রাতে সিন্দুকে রাখার জন্য দোকানের সব অলঙ্কার যখন একত্র করা হচ্ছিল ঠিক সেসময় ডাকাতির ঘটনা ঘটে।
এ ব্যাপারে পুলিশ সুপার ফয়সল মাহমুদ জানান, অপরাধীদের ধরতে পুলিশ সবরকম চেষ্টাই করে যাচ্ছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।