আমাদের কথা খুঁজে নিন

   

অষ্ট ডিম্ব হাস



এক দেশে এক হাস ছিল। দুধের মত সাদা বিশেস একটা হাস। এক সাথে আটটা ডিম পাড়িত বলিয়া তাহার নাম ছিল অষ্ট ডিম্ব হাস। একদিন অষ্ট ডিম্ব হাস ইশকুল খুলিল। লিখাপড়া করে যে বেশি ডিম পাড়ে সে।

এক ছাত্র বলিল, পনডিত মশাই আমি আসতাছি বাথরুম সারিয়া। পনডিত মশাই কহিলেন, বাথরুমে তোর কি কাজ? ছাত্র বলিল, পাইখানা করিব। পনডিত মশাই কহিলেন, পাইখানা করিলে এই খানেই কর। ইশকুলের কেলাশে পাইখানা করবি, বইয়ের উপর পাইখানা করবি,আমার ওপরও পাইখানা করবি। এইটা কোন ব্যাপার না।

আমার ওপর পাইখানা করিলে একটা ঝাড়া দিব সব পরিস্কার। হাসদের গায়ে পাইখানা থাকে না,ঝাড়া দিলেই পয় পরিসকার। আমি অশ্ব ডিম্ব হাস নহি,অস্ট ডিম্ব হাস।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.