আমাদের কথা খুঁজে নিন

   

মেট্রোপলিটন গল্প -গুচ্ছ

আমি অতি সাধারণ মানুষ প্রায় চার পাঁচ মাস আগের কথা। একদিন সন্ধ্যায় ফেসবুকে ঢুকলাম। সার্জিল খান নামে এক ব্যক্তি আমাকে মেসেজ পাঠিয়েছেন। এ আবার ক্যাডা? আজব নাম! মেসেজে আমাকে একটা লিঙ্ক দিয়ে বলেছেন –এইটা কি আপনার লেখা? আমি লিঙ্ক এ ক্লিক করলাম। আমার একটা লেখার লিঙ্ক।

আমি পাল্টা মেসেজ করলাম –হ্যাঁ ভাই, এইটা আমারই লেখা। একটু পর উনি আবার মেসেজ করলেন –আপনি যদি চান তাইলে আপনার এই গল্পটা আগামী বইমেলায় একটা বইয়ে বের হবে। এরপর আমাকে কিছু নিয়মনীতি ব্যাখ্যা করলেন কি করে বইটা বের করতে হবে। টাকা পয়সার কিছু ব্যাপারও আছে। ওনার ফোন নাম্বারও দিলেন যোগাযোগ করার জন্য।

আমি ওনাকে ফোন দিলাম। কথাবার্তা হল। বইয়ে গল্পটা যাক এটা আমি চাই। কিন্তু ওনার উপর ঠিক ভরসা করতে পারছি না। চিনি না জানি না একটা মানুষকে হুট করে বিশ্বাস করি কি করে? ফ্রেন্ড হলাম ওনার সাথে।

পরদিন দেখলাম উনি বইটা নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছেন। সুষমা আপ্লুতকে ট্যাগ করেছেন। আরো অনেককেই করেছেন। অন্য কাউকে চিনি না। আমি সুষমাকে মেসেজ দিয়ে শিওর হলাম যে বইটা আসলেই এই বইমেলায় বের হচ্ছে।

এরপর আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে বইটা পাবলিশ হল। আমি সার্জিল খানের সাথে পরিচিত হলাম। দেখা করলাম কয়েকবার। অল্প কিছুদিনের পরিচয়ে এটুকু বুঝেছি উনি প্রচণ্ড আশাবাদী একজন মানুষ। নতুনদের নিয়ে কাজ করার স্বপ্ন দেখতে সাহসও প্রয়োজন।

ওনার সেটাও আছে। আর অসম্ভব পরিশ্রম করতে পারেন। বইটার জন্য বলতে গেলে উনি একাই দৌড়াদৌড়ি করেছেন। আমি জানি প্রয়োজন হলে উনি আরো দৌড়াদৌড়ি করবেন। শুভ্র প্রকাশ বইটা পাবলিশ করেছে।

শুভ্র প্রকাশকেও ধন্যবাদ একঝাঁক নবীন লেখক লেখিকাদের উপর আস্থা রাখার জন্য। আহসান হাবীব স্যারের কথা না বললেই নয়। উনি একটা দুর্দান্ত প্রচ্ছদ করেছেন। সার্জিল ভাই আমার উপর হয়ত কিছুটা বিরক্ত। আমি বইয়ের প্রচারের জন্য কোন কাজই বলতে গেলে করি নাই।

তবে ওনাকে কথা দিয়েছিলাম যে একটা নোট লিখব বইটা নিয়ে। লিখে ফেললাম আজ। সবাইকে আহবান জানাচ্ছি “মেট্রোপলিটন গল্প -গুচ্ছ” বইটা কিনুন। পাঠকরাই আমাদের শক্তি। আপনারা বই কিনে আমাদের উৎসাহিত করুন।

আমরা ভবিষ্যতে হয়ত আবার আপনাদের কিঞ্চিৎ বিনোদন দিতে পারব। এখান থেকেই হয়ত বেরিয়ে আসবে ভবিষ্যতের হুমায়ুন আহমেদরা। আপনাদের সাহায্য ছাড়া যা কিছুতেই সম্ভব নয়। রকমারি ডটকমে বইটা পাওয়া যাবে। নিচের লিঙ্ক এ গিয়ে বইটা অর্ডার দিলে আপনার বাসায় বইটা পৌঁছে যাবে।

http://www.rokomari.com/book/56747 সবাইকে ধন্যবাদ। মুহিত আলম ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.