আমাদের কথা খুঁজে নিন

   

ম্যাকগ্রা বিদায় জানাচ্ছেন ক্রিকেটকে

জীবনের গল্প বলে যাই গল্পের মতো করে...

সিডনিতেই গোধূলী নামছে গ্লেন ম্যাকগ্রার বিশ্ব আলো করা বর্ণাঢ্য টেস্ট ক্যারিয়ারের। অ্যাশেজ সিরিজের শেষ টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্ট খেলতে নামছেন 122 টেস্টে 555 উইকেট নিয়ে প্রতিপরে ব্যাটসম্যানদের কাছে রীতিমতো আতংক হয়ে উঠা ডেরিয়েল ম্যাকগ্রা। এখনও অস্ট্রেলিয়া অনেক কিছুই দেয়ার আছে তার। কিন্তু অসময়ে এই বিদায় ঘন্টা বাজার কারণ স্ত্রী জেন। জেন দীর্ঘ দিন ধরেই ভুগছেন ক্যান্সারে।

তার কারণেই দীর্ঘ 8 মাস ক্রিকেটকে দূরে সরিয়ে রেখেছিলেন ম্যাকগ্রা। ফিরেই দলকে পাইয়ে দিয়েছেন প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির স্বাদ। গত বছর ইংল্যান্ডের মাটিতে হারানো অ্যাশেজ পুনরুদ্ধারেও অস্ট্রেলিয়ার হয়ে দারুণ লড়ছেন তিনি। এ অবস্থাতে অনায়াসে তার ক্যারিয়ারটা আরো দীর্ঘ হবে এমন আশা করাটা মোটেও অন্যায় নয়। ম্যাকগ্রাও সেটা মানছেন, তবুও কঠিন সিদ্ধান্তটা নিতেই হচ্ছে।

শুনুন তার মুখে, 'সিডনিতেই শেষ টেস্ট খেলছি আমি। ঘরের বাইরে বিশেষ করে জেন আর বাচ্চাদের ছেড়ে থাকাটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। বাচ্চাগুলো বড় হচ্ছে। ওরা যে অভিজ্ঞতার মধ্য দিয়ে বেড়ে উঠছে তা থেকে নিজেকে দূরে রাখা খুবই কঠিন। " তবে আতঁকে উঠার কিছু নেই।

টেস্টকে বিদায় জানালেও 'দি পিজিয়ন' ক্রিকেট আরও কিছুদিন খেলবেন ওয়ানডে ক্রিকেট। আগামী 2007 বিশ্বকাপের নিজের ব্যাট-প্যাট স্থায়ীভাবে তুলে রাখবেন এই জিনিয়াস, শনিবার মেলবোর্ণে সংবাদিকদের এমনিই তো বললেন গ্লেন ম্যাকগ্রা। 1993 সালে পার্থে অভিষেক হওয়া ম্যাকগ্রা মেলবোর্নেই বিদায় নিচ্ছেন। কারণ এটিই যে তার নিজের মাঠ। এখানেই ক্রিকেটের প্রেমে পড়েছিলেন তিনি।

আর ম্যাকগ্রা হয়ে ওঠার ভিত্তিটা তো তিনি নিজের মধ্যে গড়ে তুলেছিলেন এই মেলবোর্নেই। 13 বছরের ক্যারিয়ারে 555টি টেস্ট উইকেট লাভ করেছেন তিনি, যা টেস্ট ক্রিকেটের ইতিহাসে ফাস্ট বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেটপ্রাপ্তির রেকর্ড।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।