যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
অমি রহমান পিয়াল মুক্তিযুদ্ধের উপরে কাজ করছেন। কেমন কাজ করছেন তা বুঝতে হলে মুক্তিযোদ্ধা হতে হবে। প্রশ্ন করুন, কিভাবে 1971 এর মুক্তিযোদ্ধা হবেন! করুন প্রশ্ন। অতীতে ফেরাতো যায় না! তাইতো কিভাবে ফিরবেন! দাড়ান একটু মাথা চুলকিয়ে নেই। আচ্ছা 71 এ যেতে হবে না, যেতে হবে মূলে, বাংলাদেশের মূলে।
নিজেদের জন্মদিন পালন করেন তো আপনারা? তাতেই হবে। জন্মদিন পালন করার সময় ফিরে যান আপনার মূলে। মন্ত্রণা নেন, সুখ নেন, আশাবাদ নেন, শুভেচ্ছা নেন যেমন, তেমনি 71কে জন্মদিন ভেবে ঝটপট নিজেকে মুক্তিযোদ্ধা হিসাবে তৈরী করে নিন! পাকিস্থানীরা যেমন বক্রোক্তী ও ব্যঙ্গ করতো মুক্তি বলে! তেমনি উচ্চারণ করুণ, আমিও মুক্তি!
পিয়াল ভাই জন্মযুদ্ধতে মুক্তিযুদ্ধের সকল ইতিহাস ডকুমেন্টেশন করছেন। মুক্তিযুদ্ধের জীবিত কিংবদন্তী, সাহিত্য, ফটোগ্রাফ, শিল্প, আর্ট, স্মৃতিস্মারক সব সেখানে থাকবে। কয়েকজন ডেডিকেটেড টেকননিক্যাল এঙ্পার্ট নিয়ে তিনি এটাকে জন্ম দিয়েছেন।
যেখানে থাকবে স্বাধীণ বাংলাদেশ নামক ভূখন্ডটি জন্ম দিতে গিয়ে রক্ত পদ্মা বইয়ে দেয়া সময়ের কথা, কবিতা, গান ও ইতিহাস। ওয়েভে এখন পর্যনত্দ যা করা হয়েছে তা একমাত্র মুক্তিযুদ্ধকে উৎসর্গ করে করা হয়নি। অংশ হিসেবে স্থান পেয়েছো, কখনও রাজনৈতিক একটা গোষ্ঠীর প্লাটফরমে তাদের সুবিধামত ইতিহাসকে বিবৃত করা হয়েছে। কিন্তু কোন রাজনৈতিক দলগুলোর পৃষ্ঠপোষকতা ছাড়া একক মুক্তিযুদ্ধ নির্ভর ওয়েব কালেকশন তৈরী হয়নি। এটা একটা চরম ব্যর্থতা বাংলাদেশ নামক ভূখন্ডের অধিবাসীদের জন্য।
প্রবাসীরা কিভাবে কাজ করতে পারে সেটার একটা খসড়া করে অনতিবিলম্বে আপনাদেরকে জানানো হবে। ঢাকায় বসে যারা এটাকে সমৃদ্ধ করার জন্য কাজ করবে বলে জানিয়েছেন তারা হচ্ছেন
1. অনিক (ইমেইল ও ফোন নম্বর আমার কাছে আছে)
2. অচেনা বাঙালী (ইমেইল ও ফোন নম্বর আছে আমার কাছে)
3. কৌশিক (আমার ফোন ও ইমেইল অচেনা, অনিক ও পিয়াল ভাই জানে)
4. পিয়াল (ইমেইল ও ফোন আমার কাছে আছে, তার কাছেও আমারটা আছে)
নিচের তিনজনের ফোন নম্বর পিয়াল ভাইয়ের কাছে আছে কিনা জানি না। তবে আমি ধন্যবাদ জানিয়ে একটা মেইল করেছি।
5. লাস্ট সামুরাই
6. মৃন্ময় আহমেদ
7. মদন
নিচের দুইজনের ইমেইল এড্রেস না পাওয়াতে কোন মেইল করতে পারলাম না। তবে পিয়াল ভাইয়ের কাছে থাকতে পারে হয়তো।
8. আলী (ইমেইল এড্রেস ও ফোন লাগবে)
9. জেবতিক আরিফ (ইমেইল ও ফোন লাগবে)
আমি এ পযর্ায়ে যে কাজগুলো করা জরুরী মনে করছি
1. আগ্রহীদের সবার সাথে যোগাযোগ হতে হবে। তবে ব্লগে ইমেইল এড্রেস ছাড়া ফোন নম্বর দেয়ার দরকার নেই।
2. কিভাবে আমরা কাজ করতে চাই তা নিয়ে একটা পোস্ট দেয়া দরকার। যেখানে সবাই নতুন নতুন আইডিয়া নিয়ে আসবে।
যারা কাজ করতে আগ্রহী, তারা অমি রহমান পিয়াল (; ) ও আমাকে (; )) জানাতে পারেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।