হুশিয়ারি :- আমার ব্লগে কেউ সাহিত্য খুইজেন না । ইহা একটি মাকাল পরিবেশনা।
মেইন অবজেক্টিভ কমপ্লিট করার পর এখনো আমাদের হাতে প্রায় 24 ঘন্টা আছে। খেতে খেতে সিদ্ধান্ত নিলাম লোহাগাড়া যাবো। আমাদের সামনেই ঐ পথের বাস থাকায় দৌড়ে উঠে গেলাম।
গুড বাই বান্দরবান।
[গাঢ়] তারিখ ঃ 15/12/2006ইং, শুক্রবার [/গাঢ়]
04:45 পি.এম. ঃ [গাঢ়] আধুনগর [/গাঢ়] আসলাম। আশেপাশের এলাকায় ঘুরলাম। থাকার জন্য একটা হোটেল ঠিক করলাম আমীরাবাদে।
06:00 পি.এম. ঃ রাস্তার পাশের একটা হোটেলে চট্টগ্রামের [গাঢ়] ভাপা পিঠা [/গাঢ়] খেলাম খেজুর গুড়ের সিরা আর মাংশের ঝোল দিয়ে।
09:00 পি.এম. ঃ প্রায় ঘন্টা খানেক কারেন্ট ছিল না, হোটেলেই বসে আছি। আগামী কালকের পরিকল্পনা করলাম, ঠিক হলো [গাঢ়] কঙ্বাজার [/গাঢ়] যাবো।
[গাঢ়] তারিখ ঃ 16/12/2006ইং, শনিবার [/গাঢ়]
05:30 এ.এম. ঃ ঘুম ভাংলো, গোসল শেষে বের হয়ে গেলাম ঘুরতে। খুব ভোরে শীতকালে গ্রামের রাস্তা কেমন লাগে তা দেখবো।
07:20 এ.এম. ঃ আমীরাবাদে হোটেল আরাকানে সকালের নাস্তা করলাম।
আইটেম ছিল পরটা, ডিম ভাজি, ডিম পোচ, ডাইল-ভাজি, চা।
08:00 এ.এম. ঃ কঙ্বাজার যাওয়ার জন্য বাসে উঠলাম।
09:35 এ.এম. ঃ [গাঢ়] কঙ্বাজার [/গাঢ়] এসে গেছি। এখন সোজা সীবিচে দৌড়।
10:30 এ.এম. ঃ খুব কম সময় এখানে ছিলাম, কারন আমাদেরকে আজই বিকাল 3:00টার মধ্যে চট্টগ্রাম থেকে ঢাকাগামী বাসে উঠতে হবে।
চট্টগামের উদ্দ্যেশে রওনা দিয়ে দিলাম।
11:45 এ.এম. ঃ বাস 10 মিটিটের জন্য থামলো চকরিয়া স্টপেজে।
12:20 পি.এম. ঃ আবার আমীরাবাদ, লোহাগাড়া বাসস্টান্ডে কিছুসময় বিরতি।
02:10 পি.এম. ঃ মুরাদপুর, চট্টগ্রাম শহরে এসে গেছি।
02:25 পি.এম. ঃ বিআরটিসি বাস স্টান্ড।
আপাতত যাত্রা শেষ। হাতে আছে মাত্র 35 মিনিট, দ্রুত ঢাকাগামী বাসে উঠতে হবে।
02:30 পি.এম. ঃ ঢাকা যাওয়ার টিকেট করে ফেলেছি, বাস ছাড়বে এখনি ! দুপুরে খাওয়া হয়নি বাসের কাউন্টারের লোককে টাকা দিলাম মুরগী বিরিয়ানীর প্যাকেট আনার জন্য।
02:32 পি.এম. ঃ বাসের সর্বশেষ সিটে বসে আছি, হাতে বিরিয়ানীর প্যাকেট ! বাস ছেড়ে দিয়েছে ঢাকার পথে।
[গাঢ়] পরিকল্পনা অনুযায়ি সকল ধরনের অবজেক্টিভ কমপ্লিটেড।
[/গাঢ়]
08:15 পি.এম. ঃ সায়দাবাদ এ এসে গেছি।
[গাঢ়] মিশন সাকসেসফুল। [/গাঢ়]
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।