সংবাদ সংস্থা বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, বগর শহরে গাড়িটি প্রদক্ষিণ করার সময় একটি বাস ও একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে গড়িটির। দুর্ঘটনার ঘটনাটি নিশ্চিত করেছে গুগল।
৩৬০ ডিগ্রি ছবি তুলতে ২০১২ সাল থেকে এশিয়ার বিভিন্ন দেশে কাজ করছে গুগলের স্ট্রিট ভিউ গাড়ি। ইন্দোনেশিয়ায় ছবি তুলতে গিয়ে হঠাৎ দুটি গণপরিবহনের সঙ্গে ধাক্কা লাগে গাড়িটির।
স্থানীয় পুলিশ জানিয়েছে, প্রথমে গুগলের গাড়ির চালক বাসে ধাক্কা দেন।
এতে বাস চালক গাড়ি বন্ধ করে দেন। এরপর গাড়িটি একটি ট্রাকে ধাক্কা দেয়।
এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা তা জানা যায়নি।
এ সম্পর্কে ইন্দোনেশিয়ায় গুগলের প্রধান যোগাযোগ কর্মকর্তা বিষ্ণু মাহমুদ জানিয়েছেন, আমরা স্থানীয় প্রশাসনের সঙ্গে কাজ করছি। গুগলের স্ট্রিট ভিউ গাড়ির মাধ্যমে ইন্দোনেশিয়ার বিভিন্ন স্থাপনার ছবি তুলতে আমাদের টিম কাজ করছে।
গুগল ম্যাপের প্রোডাক্ট ম্যানেজার কি কুআই ব্লগপোস্টে জানিয়েছেন, গাড়িটি চলার সময় রাস্তায় একটি গাধা শুয়ে ছিল। গাধাটিকে বাঁচাতে গাড়িটি দিক পরিবর্তন করায় ঘটনাটি ঘটে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।