গাইবান্ধা, কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, বাগেরহাট, নওগাঁ, কুমিল্লা ও চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় শিক্ষক ও ব্যবসায়ীসহ আটজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ১৪ জন। প্রতিনিধিদের খবর-
গাইবান্ধার সুন্দরগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে মাদ্রাসাশিক্ষক আবদুলল লতিফ রাজা নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন ওই মাদ্রাসার সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবদুর ছাত্তার। উপজেলার ধর্মপুর-পাঁচপীর সড়কের সিচা চৌরাস্তা মোড়ে গতকাল এ দুর্ঘটনা ঘটে।
কুড়িগ্রাম শহরের আর কে রোডে গতকাল বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী ও ঠিকাদার জহুরুল হক দুলাল নিহত হয়েছেন। দুলাল কুড়িগ্রাম শহরের হাটিরপাড় এলাকার বাসিন্দা। সিরাজগঞ্জের তাড়াশে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জাহিদ নামে একজন নিহত ও সাতজন আহত হয়েছেন। জাহিদ উপজেলার বিনোদপুর গ্রামের হযরত আলীর ছেলে। তাড়াশ-মহিষলুটি সড়কের উলিপুরে গতকাল এ দুর্ঘটনা ঘটে।
বাগেরহাটের চিতলমারীতে গতকাল বাসচাপায় মো. শাখাওয়াত শেখ নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনার পর নালুয়া-বাগেরহাট সড়ক অবরোধ করে ভাঙচুর চালায় স্থানীয়রা। নওগাঁর পোরশায় শনিবার সন্ধ্যায় যাত্রীবাহী ভটভটি উল্টে মনিরুল ইসলাম নামে এক যাত্রী নিহত হয়েছেন। মনিরুল উপজেলার পশ্চিম হিরিপুর গ্রামের আবদুর রশিদের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
চট্টগ্রামে তেলবাহী লরির ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক যুবক নিহত ও দুজন আহত হয়েছেন। বাকলিয়া থানাধীন কর্ণফুলী ব্রিজ এলাকায় গতকাল সকালে এ ঘটনা ঘটে।
কুমিল্লার দাউদকান্দির আমিরবাদে শনিবার রাতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন_ আবু তালেব ও মাওলানা জসিম উদ্দিন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।