সব অভিমান আকাশের চেনা চেনা..
"এখন জয়ের দিন, এখন বন্যার মতো জয়ের উল্লাস
জননীর চোখ শুকনো, হারানো কন্যার জন্য বৃষ্টি নামে
হাতখানি সামনে রাখো, যেন হাত দর্পন হয়েছে
আমারও সময় নেই, মাঠে কনিষ্ঠের লাশ খুজে ফিরি
.... .... ....
যে যায় সে চলে যায়, যারা আছে তারাই জেনেছে
বা হাতের উলটো পিঠে কান্না মছে হাসি আনতে হয়
কবরে লুকিয়ে ঢোকে ফুলচোর, মধ্যরাত্রে ভেঙ্গে যায় ঘুম
শিশুরা খেলার মধ্যে হাততালি দিয়ে ওঠে, পাখিরাও এবার ফিরেছে"
(সুনীল গঙ্গোপাধ্যায়, 1971)
আজ সকালে ঘুম থেকে উঠে তোপধ্বনি শুনতে পাইনি। ষোলশো মাইল দূর থেকে দেশের ঘ্রাণ পাওয়া যায় না, অনুভব করা যায় না জনসমুদ্রের উষ্ণতা । দাবার ছক উলটে গেছে.. 16ই ডিসেম্বরে শৃগালেরা সগৌরবে গান গায় । হতাশ চিত্তে তাই ভাবি কবে এই দিনগুলোও গায়েব হয়ে যায়
যে দেশ তার জন্মকে অস্বীকার করতে এগিয়ে যায় সেই দেশকে কিছু বলার থাকে না
শুধু বুকের গভীরে ভালোবাসাগুলো জমিয়ে রাখি, হয়তো কোন একদিন কারও হাতে তুলে দিতে পারবো..
সবাই কে বিজয় দিবসের শুভেচ্ছা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।