আমাদের কথা খুঁজে নিন

   

দিলু নাসের এর ছড়া স্বার্থক হউক বিজয়দিবস

প্রতিটি বছর মার্চে অথবা ষোলই ডিসেম্বরে একাত্তরের যুদ্ধের কথা আমাদের মনে পড়ে স্বাধীনতা আর বিজয় দিবসে সোনার বাংলাদেশে কোটি মানুষেরা সমবেত হয় স্মৃতিসৌধের পাশে কবিতা গানে আমাদের প্রাণে আবেগ উথলে উঠে সে সব দিবসে শহীদানদের বন্ধু অনেক জুটে কিন্তু সারাটা বছর আমরা ভুলি তাহাদের কথা তাই দিনে দিনে বিপন্ন আজ আমাদের স্বাধীনতা স্বাধীনতা আজ দেখা যায় শুধু কাগজ আর টেলিভিশনে লক্ষ আত্মদানের সুফল নেই মানুষের জীবনে কোটি কোটি লোক এখনো জানেনা স্বাধীনতা মানে কি যুগ যুগ ধরে রঙবেরং এর রাজা রানী দেখেছি মুখোশ লাগিয়ে ধুর্তরা সব ম্যাজিসিয়ানের মতো আপন স্বার্থে করেছে দেশের স্বাধীনতা পদানত হ্যামিলনের এই বাশিওয়ালাদের জাদুর বাশির সুরে আমরা এ সব জেগেও রয়েছি এখনো ঘুমের ঘোরে অচিরেই যদি আমাদের প্রাণে চেতনা আসে না ফিরে স্বাধীনতা আর বিজয়ের রঙ মুছে যাবে ধীরে ধীরে যদি আমাদের কাংখিত দিন ফিরিয়ে আনতে চাই বিজয়ের মাসে এসো ভাঙা তরী স্রোতের উজানে বাই যদি পারি সবে শহীদের খুনে আবার রাঙাতে মন তবে সার্থক হবে বিজয়ের দিবস উদযাপন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।