আমাদের কথা খুঁজে নিন

   

ওমানের ন্যক্কারজনক কান্ড-সটিক দিয়ে পেটাল বাংলাদেশকে

বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।

এশিয়ান গেমস হকিতে বাংলাদেশ হারিয়েছে ওমানকে। তবে ম্যাচ শেষে ওমানের খেলোয়াড়দের বর্বরোচিত হামলায় বাংলাদেশের খেলোয়াড় জাহিদুল ইসলামসহ বেশ কয়েকজন গুরুতর জখম হয়েছেন। এটি ছিল বাংলাদেশের শেষ গ্রুপ ম্যাচ। প্রথমার্ধে 1-2 গোলে পিছিয়ে থেকে বাংলাদেশ শেষ পর্যনস্ন ম্যাচ জিতেছে 5-3 গোলে।

বাংলাদেশের গোল করেন রাজন 2টি, ইসা, টিটু ও জাহিদুল ইসলাম। বাংলাদেশ দ্বিতীয়ার্ধে দুটি পেনালিট স্ট্রোক লাভ করে। তা মনপূত হয়নি ওমান খেলোয়াড়দের। তখন থেকেই আমপায়ার এর ওপর ক্ষোভ সৃষটি হয় ওমানি খেলোয়াড়দের। তবে ম্যাচ শেষে তারা কোনো কারণ ছাড়াই হকি সটিক নিয়ে ঝাঁপিয়ে পড়ে বাংলাদেশী খেলোয়াড়দের ওপর।

শেষ বাঁশির সঙ্গে সঙ্গে প্রথমে ওমানের খেলোয়াড়রা ঘিরে ধরে দুই আমপায়ারকে। নিরাপত্তারক্ষীরা আমপায়ারদের রক্ষা করে। তখন ওমান খেলোয়াড়রা হকিসটিক দিয়ে এলোমেলোভাবে আঘাত করতে থাকে বাংলাদেশের খেলোয়াড়দের। সটিকের আঘাতে গুরুতর আহত জাহিদুল ইসলামকে সট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। পরে নিরাপত্তা কর্মীরা দুই আমপায়ারের পাশাপাশি বাংলাদেশের খেলোয়াড়দেরও রক্ষা করে ড্রেসিংরুমে নিয়ে যায়।

বাংলাদেশ অধিনায়ক মুসা মিয়া বলেন, 'ওমানিরা অসভ্য। তারা ভয়ানক হকি খেলেছে। তাদের একটিই লক্ষ্য ছিল, আমাদের খেলোয়াড়দের আঘাত করা। এত কিছুর পরও আমি আনন্দিত। কারণ পেছনে থেকে ম্যাচটি আমরা জিতেছি।

' ম্যাচের টেকনিক্যাল অফিসার টুর্নামেন্ট কমিটির কাছে এ ম্যাচের দুর্ঘটনার রিপোর্ট দেবে। দর্শকরা জানায় কোনোদিন এমন ঘটনা দেখিনি। যেখানে মাঠে বেশ কয়েকজন খেলোয়াড় গুরুতর আহত হলো। ' ঃঃ ইএসপিএন ঃঃ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।