আমার ব্যক্তিগত ব্লগ
সুন্দরবনে বিদেশিরা মাড প্যাক নিয়েছিল। আমি কাদামাটির দেশের মানুষ আমার আর নতুন করে প্যাক লাগানোর কথা মনে আসেনি। তবে আমাদের দেশে সৌন্দর্য রক্ষায় মূলতানি মাটি ব্যবহারের প্রচলন আছে।
এবার শীতে, আরেকটা প্যাক নিয়মিত লাগানো হচ্ছে ডাস্ট প্যাক। শীতে এমনিতেই ধুলা বেশি উড়ে, সুষ্ক আবহাওয়ার কারনে।
এরই মাঝে রাস্তা খোড়াখুড়ি চলছে। এখন সকাল বিকালের আবহাওয়া দেখলে বোঝা যায় না, এটা কুয়াশা নাকি ধুলা...। একটা কাজের চাপে অফিসে বেশি সময় থাকছি, গাড়ি ছেড়ে দিচ্ছি। রাতে রিক্সায় ফিরার সময় নাকে কাপড় না দিলে শ্বাস নিতে কষ্ট হয়, মনে হয় নি:শ্বাসে ধুলা টেনে নিচ্ছি। 1 ঘন্টা পর বাসায় ফিরে যদি মুখের উপর আংগুল দেই তো দেখি ধুলার আস্তর।
সুখের কথা কাদা লাগালে ভিজা ভিজা থাকত, এখন ক্রিম (শীতকাল বলে) আর ধুলা মিশে আরেক রকম প্যাক হয়ে যাচ্ছে। নিয়মিত লাগাচ্ছি গত এক সপ্তাহ ধরে। দেখি রুপের কোন উন্নতি যদি হয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।