আমাদের কথা খুঁজে নিন

   

মামা-ভাগ্নের কথা

ডি এক্সিং-এর কথা বলে

শিকদার ইসহাক আলী ভাগ্নে ইঁদুর লেজ গুটিয়ে গর্তে গিয়ে পালায়, বিড়াল মামা হাঁক ছাড়িয়ে ধরতে তাঁকে তাড়ায়। মামা বলে, ভাগ্নে ওরে আমার কাছে আয়, সাগর কলা খেতে দেবো নূপুর দেবো পায়। ভাগ্নে বলে, ওগো মামা রেগে ডাকো কেনো? তোমায় দেখে ভয়ে মরি সেই কথাটি জানো? মামা ভাগ্নের ব্যাপার স্যাপার বুঝা বড় দায়, এক সাথে কেহও রয়না কভূ আজব দুনিয়ায়। মামা যদি থাকে ডালে ভাগ্নে থাকে পাতায়, এমন করে মামা-ভাগ্নে জটিল জীবন কাটায়। - আশুগঞ্জ, ব্রাক্ষণবাড়ীয়া থেকে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।