কখনো চাই নাই দূরে থাকি...তবু দূরগুলো বারে বারে আসে...
ফ্রন্ট পেইজে ফ্লাডিং চলতাছে সমানে। আর সব নতুন নতুন নিক তৈরী হইতাছে। ব্যাপারটা এক্কেরেই দৃষ্টি শোভন লাগতাছে না। তয় আমার এই ব্যাপারটারে এক্কেরেই ফাইজলামীও লাগতাছে না। মনে হইতাছে যারা কাস্টোমাইজড ফ্রন্ট পেইজের দাবী তুলছেন, এইটা তাগো ষড়যন্ত্র। তারাই আসলে বিরক্তি উৎপাদনের মধ্য দিয়া ব্লগ কতর্ৃপক্ষরে বাধ্য করতে চাইতাছে ফ্রন্ট পেইজরে কাস্টোমাইজ করনের বিষয়ে।
তয় হাসিন ভাই এই সব ফাইজলামীতে দইমা গিয়া বিষয়টা শুরুকরবেন না, সেই আশাই ব্যক্ত করতে চাই। ভাব চক্করটা বুইঝা নেওনটা জরুরী।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।