আমাদের কথা খুঁজে নিন

   

আইচ্ছা, মাইনসে ফন্টকে ফ্রন্ট কয় কেন?

হয়তো আমি কোন কিছু সম্পর্কে নিশ্চিত নই

কলিগ বিপদে পইড়া গেলেন! আমারে কইলেন "সোলায়মানলিপি" ফন্ট ইনস্টল কইরা দিতে। আমি হইলাম তাজ্জব! কারণ এর আগে তার কম্পিউটারে আমি নিজ হাতে এই ফন্ট ইনস্টল কইরা দিসিলাম। গেল কই? চেক কইরা দেখলাম আসলেই 'তার' ফন্ট ফোল্ডারে সোলায়মানলিপি নাই। আমি আবার ফন্ট ইনস্টল কইরা দেওয়নসহ ভবিষ্যতে অন্য কোনো ফন্ট ইনস্টলাইতে হইলে কীভাবে সেইটা তাড়াতাড়ি করা যাইব সেই তরিকাও শিখায়া দিলাম! যাউক্গা! এতোক্ষণ আসলে ফাউ প্যাচাল পাড়লাম। আমার মনের মইধ্যে যে প্রশ্নটা কুড়কুড় করতেসে সেইটা হইতেছে, এই যে কলিগের সাথে এইটা নিয়া প্রায় দশ মিনিট কথা কইলাম, এর মধ্যে সে অন্তত পনর বার কইসে 'ফ্রন্ট', 'ফ্রন্ট'।

এতো সহজ একটা 'ফন্ট' শব্দ থাকতে কলিগ কঠিন কইরা 'ফ্রন্ট' কইলো কেন সেইটাই তো ঠিক বুঝতে পারতেসি না। দিলাম 'ফ্রন্ট' লিইখ্যা গুগলের পেটে হান্দায়া। ওমা! এই তো দেখি বিশাল কামকারবার। শুধু আমার কলিগ না, দুইন্যার সব মানুষই দেখি ফন্টকে সকাল থেইক্কা রাইত পর্যন্ত ফ্রন্ট ফ্রন্ট বইল্যা যাইতেছে। ঘটনা কী? জানেন নি কেউ? শুনছি নেত্রকোনার মানুষ নাকি সহজ শব্দরে কঠিন কইরা কয়।

হাতিরে কয় হাত্তি। কুমিররে কয় কুম্ভির। নেটে কি নেত্রকোনার আছর লাগসে নাকি?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.