আমাদের কথা খুঁজে নিন

   

লিপু - মোটরগাড়ী জাদুকর ।



আধুনিক মডেলের গাড়ি বানিয়ে হৈচৈ ফেলে দিয়েছে বাংলাদেশের মেধাবী তরুণ লিপু। পুরো নাম নিজাম উদ্দীন আউলিয়া। বাংলাদেশে তাকে নিয়ে যত না আগ্রহ তার চেয়ে বেশি আগ্রহ সৃষ্টি হয়েছে বিদেশে। ডিসকভারিসহ বিশ্বের নামীদামি অনেক টিভি চ্যানেল ইতিমধ্যে তাকে ঘিরে বিশেষ অনুষ্ঠান নির্মাণ ও প্রচার শুরু করেছে। মাত্র কিছুদিন আগে ডিসকভারি চ্যানেলের একটি দল এসেছিল লিপুর বাসায়।

তারা লিপুকে সাথে নিয়ে গিয়েছিল লিপুর গ্রামের বাড়িতে। লিপু ছোটবেলায় কোথায় বড় হয়েছে, কোন স্কুলে, কলেজে পড়াশোনা করেছে এসব প্রতিষ্ঠান ও জায়গায় সু্যটিং করেছে লিপুকে নিয়ে। জিগাতলায় পৈত্রিক বাড়িতে রয়েছে লিপুর গাড়ি নির্মাণের কারখানা। ডিসকভারির লোকজন সেই বাড়িতে ছিল পাক্কা 15 দিন। সকাল-সন্ধ্যা-রাত প্রায় 24 ঘণ্টা লিপুর গাড়ি বানানোর বিভিন্ন ধাপ ধারন করেছে মুভি ক্যামেরায়।

প্রাথমিকভাবে ডিসকভারিতে 2 এপিসোডে লিপুকে তুলে ধরার সিদ্ধানত্দ নিয়েছিল ডিসকভারি। কিন্তু ঢাকায় এসে লিপুকে পুরোপুরি জানার পর এপিসোডের সংখ্যা বাড়িয়েছে। আগস্ট মাসে লিপুর ওপর তোলা ঘটনা প্রবাহ ডিসকভারি চ্যানেলে প্রচার হতে থাকবে। লিপুকে ঘিরে ডিসকভারিতে মোট 12টি এপিসোড প্রচার হবে। আগেই বলেছি ওর পুরো নাম নিজাম উদ্দিন আউলিয়া লিপু।

বাবা কাজী গোলাম আউলিয়া রিয়াদে আমেরিকান দূতাবাসের একজন কর্মকর্তা। ঢাকায় রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে নবম শ্রেণী পাসের পর লিপু বাবা-মায়ের সাথে সৌদি আরবে চলে যায়। রিয়াদ থেকে এসএসসি পাস করে। ভর্তি হয় রিয়াদস্থ পাকিসত্দান কলেজে। ছোটবেলা থেকে গাড়ির প্রতি ঝোঁক ছিল লিপুর।

নতুন গাড়ি দেখলেই চড়তে ইচ্ছে করত। ছেলের আগ্রহ দেখে বাবা সৌদি আরবেই লিপুকে ড্রাইভিং শেখার সুযোগ করে দিলেন। সৌদি আরবে গাড়ি চালানোর লাইসেন্স পেল লিপু। এক সময় আবার বাংলাদেশে ফিরে এল সে। পড়াশোনার চেয়ে গাড়িই তাকে আকৃষ্ট করতে থাকল বেশি।

একদিন জিগাতলার বাসায় গাড়ির কলকব্জা নিয়ে খুটখাট শুরম্ন করল। ব্যস ঐ যে শুরম্ন আজও চলছে! কোনো মেশিনে নয় হাতে অত্যাধুনিক গাড়ি বানিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে সে। 82 মডেলের হোন্ডা সিভিক গাড়িকে ফেরারি কোইজিন টেসটারোসাতে রূপানত্দর করে লিপু প্রথম চমক দেখায়। এরপর ভক্সওয়াগন বিটলের ইঞ্জিন ও চেসিস দিয়ে তৈরি করে বিশ্বখ্যাত ইতালিয়ান গাড়ি ল্যামবার্গিনি। কিন্তু লিমুজিন বানানোর স্বপ্ন যেন মুছে ফেলতে পারছিল না সে।

এক পর্যায়ে মাত্র 4 মাসের ব্যবধানে সফলভাবে তৈরি করে ফেলেন লিমুজিন। 2800 সিসির এই গাড়িটি তৈরি করতে তাকে সহায়তা করেছে ছোট ভাই দীপুসহ 4/5 জন তরম্নণ। লিমুজিনতো বানানো হলো এবার ঝোঁক পড়ল বিশ্বখ্যাত মডেল ফেরারির প্রতি। 2002 সালের শেষের দিকে লিপু ফেরারি নির্মাণ শুরম্ন করে। এ সময় বিবিসি তাকে নিয়ে একটি বিশেষ রিপোর্ট প্রচার করে।

এই রিপোর্টের সূত্র ধরে ফেরারি ওনার্স ক্লাব তাকে স্থান দেয় তাদের ওয়েবসাইটে। লিপুর বানানো স্বাধীনতা এফ-71 নামে একটি গাড়িকে এই সাইটে 'দ্য বাংলাদেশ ফেরারি' উপাধি দেয়া হয়। অটোমোবাইল ডিজাইনার হিসেবে আনত্দর্জাতিক স্বীকৃতি পেয়েছেন লিপু। বাংলাদেশে গাড়ি বানিয়ে বিদেশে তা রফতানি করতে চান। জানি না তার এ স্বপ্ন সফল হবে কিনা।

তবে একটি কথা না বললেই নয় লিপুর কৃতিত্ব নিয়ে পৃথিবীর অন্যান্য দেশে যত না আলোচনা হয়েছে তার ছিটেফোঁটাও হয়নি নিজের দেশে। আমরা মনে করি লিপুর ব্যাপারে রাষ্ট্রীয় পর্যায়েও আলোচনা হওয়া জরম্নরি। তা না হলে হয়তো একদিন দেখা যাবে লিপু চলে গেছে অন্য দেশে। তখন হয়তো বলতে হবে লিপু আমাদের ছিল। এখন আমাদের নয়।

[link|http://automekanik.com/ep1.avi|ce

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।