আমাদের কথা খুঁজে নিন

   

মুশফিকের সিদ্ধান্তে হতাশ লিপু-সুজন

লিপু বলেন, “আমার মনে হয় মুশফিক আবেগাক্রান্ত হয়ে এই সিদ্ধান্ত নিয়েছে। এখনো জিম্বাবুয়ে সফর শেষ হয়নি। শেষ হওয়ার পর সে সিদ্ধান্ত নিতে পারতো। ” বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সদস্য লিপু আরো বলেন, “মুশফিকের মেয়াদও জিম্বাবুয়ে সফর পর্যন্ত ছিল। আগামী অক্টোবরের আগে ক্রিকেট দলের কোনো খেলা নেই।

তাই এ ব্যাপারে আমরা তাড়াহুড়া করতে চাই না। মুশফিক দেশে ফিরলে ওর সঙ্গে আলোচনা করেই বোর্ড সিদ্ধান্ত নেবে। ” সুজনও মনে করেন মুশফিক আবেগাক্রান্ত হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, “ব্যক্তি ও অধিনায়ক হিসাবে মুশফিক অসাধারণ। ওর নেতৃত্বে জাতীয় দল গত দুই বছরে মোটামুটি ভালোই করেছে।

” “তাই ওর এই সিদ্ধান্ত আমি মেনে নিতে পারছি না। মুশফিক দেশে ফেরার পর আমি ওর সঙ্গে কথা বলবো। বোর্ডও হয়তো ওকে ফেরানোর চেষ্টা করবে। এখনো মুশফিককে আমাদের দরকার। তাছাড়া ওর অধিনায়কত্ব নিয়েও কেউ প্রশ্ন তোলেনি।

” বুধবার জিম্বাবুয়ের কাছে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরে যাওয়ার পর সংবাদ সম্মেলনে সফর শেষে অধিনায়কত্ব ছেড়ে দেয়ার ঘোষণা দেন মুশফিক।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.